• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ম্যানসিটি-চেলসির হার

  অধিকার ডেস্ক    ২৩ ডিসেম্বর ২০১৮, ১০:৩৯

চেলসি
হারের স্বাদ পেয়েছে ম্যানসিটি-চেলসি; (ছবি ; টুইটার)

ইংলিশ প্রিমিয়ার লিগে পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি বড় ধাক্কা খেয়েছে। বর্তমান চ্যাম্পিয়নদেরকে তাদেরই মাঠে হারিয়েছে নিজেদের তুলনায় পয়েন্ট টেবিলের নিচের দিকের দল ক্রিস্টাল প্যালেস। এছাড়াও হারের স্বাদ পেয়েছে আরেক ইংলিশ ক্লাব চেলসি।

শনিবার স্থানীয় সময় বিকালে প্যালেসের বিপক্ষে ম্যাচটি ৩-২ গোলে হারে ম্যানসিটি। টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার পর চেলসির মাঠে ২-০ গোলে হেরেছিল সিটি। গত সপ্তাহে এভারটনকে হারিয়ে জয়ের পথে ফেরা ম্যানসিটি আবারও হেরে বসেছে।

ঘরের মাঠে হারের স্বাদ পেয়েছে চেলসিও। স্ট্যামফোর্ড ব্রিজে লেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরেছে শিরোপা লড়াইয়ে থাকা দলটি। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড জেমি ভার্ডি। এবারের আসরে মাওরিসিও সাররির দলেরও ঘরের মাঠে এটা প্রথম পরাজয়।

ইংলিশ লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াই জমে উঠেছে। শনিবার ম্যানসিটি হারায় ১৮ ম্যাচে ১৪ জয় ও দুই ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে লিভারপুল। আর এক ম্যাচ কম খেলা টটেনহ্যাম হটস্পার ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি।