• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

জরিমানার ফাঁদে সাকিব আল হাসান

  অধিকার ডেস্ক    ১৯ ডিসেম্বর ২০১৮, ১২:০৪

সাকিব
সাকিব আল হাসান। (ছবি : সংগৃহীত)

আবারও জরিমানার ফাঁদে সাকিব আল হাসান। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম ভাঙায় জরিমানা করা হয়েছে বাংলাদেশ দলপতিকে।

জরিমানা হিসেবে তার ম্যাচ ফি' থেকে ১৫ ভাগ টাকা কেটে রাখা হয়েছে। সঙ্গে যোগ হচ্ছে একটি ডিমেরিট পয়েন্ট।

বিশ্ব ক্রি‌কে‌টের সর্বোচ্চ সংস্থা আইসিসি মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে এক মেইল বার্তায় এই শাস্তির কথা জানিয়েছে।

বাংলাদেশের ইনিংসের ১৪তম ওভারে সাকিব ব্যাটিংয়ের সময় ওশানে টমাসের শেষ ডেলিভারিটি আম্পায়ার ওয়াইড ঘোষণা না দেওয়ায় প্রথমে তার সঙ্গে চিৎকার করেন এবং পরে তার সঙ্গে তর্কে লিপ্ত হন। তার এই আচরণ আইসিসি’র নিয়ম কানুনের ২.৮ অনুচ্ছেদের পরিষ্কার লঙ্ঘন।

ম্যাচ শেষে আইসিসি’র এলিট প্যানেলের আম্পায়ার জেফ ক্যারলের কাছে সাকিব তার অপরাধ স্বীকার করেছেন এবং জরিমানা মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

এ দিকে এই আচরণের দায়ে ১৫ ভাগ ম্যাচ ফি জরিমানা করা ছাড়াও তার শৃঙ্খলার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। এর ফলে চলতি বছরে তার শৃঙ্খলার রেকর্ডে মোট দুইটি ডিমেরিট পয়েন্ট যোগ হলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড