• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ের পরও অস্ট্রেলিয়ার লিড

  অধিকার ডেস্ক    ১৬ ডিসেম্বর ২০১৮, ২১:০৪

বিরাট কোহলি-ভারত
১২৩ রানের ঝলমলে ইনিংস খেলে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হন কোহলি; (ছবি : আইসিসি টুইটার)

তৃতীয় দিনে ব্যাটিং শুরু করার আগে ভারতের যে পরিকল্পনা ছিল তা ঠিকঠাক বাস্তবায়ন হয়নি, এটা নিশ্চিতই। অধিনায়ক বিরাট কোহলি দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকালেও আউট হন বিতর্কিত সিদ্ধান্তে। এরপর লাথান লায়নের নৈপুণ্যে দ্রুতই গুটিয়ে যায় ভারত। তাতে ৪৩ রানের মূল্যবান লিড পায় অস্ট্রেলিয়া। দিন শেষে সেটাকে তারা এগিয়ে নিয়েছে ১৭৫ রান পর্যন্ত।

পার্থে নবনির্মিত স্টেডিয়ামের অভিষেক টেস্টে তৃতীয় দিন শেষে পাওয়া যাচ্ছে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের আভাস। অস্ট্রেলিয়া কিংবা ভারত, কারও হাতেই নেই ম্যাচের একক নিয়ন্ত্রণ। রবিবার তৃতীয় দিন অজিরা শেষ করেছে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৩২ রান তুলে। এর আগে কোহলির ১২৩ রানের ঝলমলে ইনিংসের পরও ভারত থামে ২৮৩ রানে।

আগের দিনের ৮২ রান নিয়ে খেলতে নেমে টেস্ট ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি তুলে নেন কোহলি। ২৫৭ বল খেলে ১৩ চার ও ১ ছয় মারেন তিনি। এই ইনিংস খেলার পথে টেস্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ২৫ সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েছেন কোহলি। তার লেগেছে ১২৭ ইনিংস। সবার ওপরে থাকা সাবেক অজি কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান ৬৮ ইনিংসেই পেয়েছিলেন ২৫ সেঞ্চুরি।

প্যাট কামিন্সের বলে দ্বিতীয় স্লিপে পিটার হ্যান্ডসকম্বের হাতে যে ক্যাচ দিয়ে তিনি সাজঘরে ফেরেন, সেটা আদৌ আউট কি না তা নিয়ে উঠেছে বিতর্ক। বল হ্যান্ডসকম্বের হাতে পৌঁছানোর আগে মাটি ছুঁয়েছে কি না তা টেলিভিশন রিপ্লেতে বার বার দেখেও নিশ্চিত হতে পারেননি থার্ড আম্পায়ার। ফলে মাঠের আম্পায়ারের দেওয়া 'আউটের' সিদ্ধান্তই বহাল থাকে।

দিনের প্রথম ওভারে আজিঙ্কা রাহানেকে বিদায় করা লায়ন পার্থের গতিময় উইকেটে দেখান অফ স্পিনের কারিশমা। ভারতের শেষ ৪ উইকেট টানা তুলে নেন তিনি। ফলে টেস্ট ক্যারিয়ারে ১৪তমবারের মতো ৫ উইকেটের দেখা পেলেন তিনি। তাতে ৩২ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারায় ভারত।

দ্বিতীয়বার ব্যাটিং শুরু করা অজিরা ধাক্কা খায় ইনিংসের ১৩তম ওভারে। মোহাম্মদ শামির লাফিয়ে ওঠা বল গিয়ে লাগে অ্যারন ফিঞ্চের পেছনের হাতে। তিনি আহত অবসরে যাওয়ার পর নিয়মিত বিরতিতে অজিদের উইকেট তুলে নেন ভারতীয় পেসাররা। তবে একপ্রান্ত আগলে ব্যাট করছেন উসমান খাওয়াজা। ১০২ বলের ধৈর্যশীল ইনিংসে তার সংগ্রহ ৪১ রান। অধিনায়ক টিম পেইন আছেন ৮ রানে। ভারতের পক্ষে ২টি উইকেট নেন শামি।

সংক্ষিপ্ত স্কোর : (তৃতীয় দিন শেষে)

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৩২৬

ভারত প্রথম ইনিংস : (আগের দিন ১৭২/৩) ২৮৩ (১০৫.৫ ওভারে) (কোহলি ১২৩, রাহানে ৫১, বিহারি ২০, পান্ট ৩৬, শামি ০, ইশান্ত ১, উমেশ ৪*, বুমরাহ ৪, স্টার্ক ২/৭৯, হ্যাজেলউড ২/৬৬, কামিন্স ১/৬০, লায়ন ৫/৬৭)

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস : ১৩২/৪ (হ্যারিস ২০, ফিঞ্চ আহত অবসর ২৫, খাওয়াজা ৪১*, মার্শ ৫, হ্যান্ডসকম্ব ১৩, হেড ১৯, পেইন ৮*; ইশান্ত ১/৩৩, বুমরাহ ১/২৫, শামি ২/২৩, উমেশ ০/৩৯, বিহারি ০/১১)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড