• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইনজুরির শঙ্কায় সাকিব

  অধিকার ডেস্ক    ১৬ ডিসেম্বর ২০১৮, ১৩:৫৬

সাকিব
সাকিব আল হাসান। (ছবি : সংগৃহীত)

আবারও ইনজুরির শঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের সামনে।

রবিবার (১৬ ডিসেম্বর) টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আনুষ্ঠানিক অনুশীলনের সময় পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন সাকিব। ব্যথা পাওয়ার সাথে সাথে নেট ছেড়ে ড্রেসিংরুমে চলে গিয়েছেন তিনি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নেটে পাশাপাশি ব্যাটিং করছিলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। কিন্তু হুট করেই একটি ডেলিভারী এসে আঘাত হানে সাকিবের পায়ের নিচে। সাথে সাথে ড্রেসিংরুমে চলে যান তিনি।

তবে বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী খানিক পরে নিশ্চিত করেছেন সাকিবের সামনের পায়ের দ্বিতীয় আঙ্গুলে বল লেগেছে, এখন ড্রেসিংরুমে বরফ দেয়া হচ্ছে।

দেবাশীষ আরও বলেন, 'বেশ ভালোই ব্যথা পেয়েছে, বরফ দেয়া হচ্ছে। সাকিব বলেছে খুব সিরিয়াস মনে হচ্ছে না, তারপরও আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। পরবর্তী অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে।'

দুপুরে সিরিজ শুরুর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানা যাবে সাকিবের চোটের ব্যাপারে আরও বিস্তারিত তথ্য। এর আগে এ ব্যাপারে তেমন কিছু বলতে চাননি কেউই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড