• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতকে স্বস্তি এনে দিলেন কোহলি-রাহানে

  অধিকার ডেস্ক    ১৫ ডিসেম্বর ২০১৮, ১৯:২৪

কোহলি-ভারত-অস্ট্রেলিয়া
বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানের ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে জবাব দিচ্ছে ভারত; (ছবি : আইসিসি টুইটার)

অস্ট্রেলিয়ার লেজের দিকের ব্যাটসম্যানরা খুব বেশি ভোগাতে পারেননি ভারতকে। দ্বিতীয় দিন সকালে অজিরা ৪৯ রান যোগ করে অলআউট হয়। জবাব দিতে নামা ভারতের ব্যাটিংয়ের শুরুটাও ছিল নড়বড়ে। ৮ রানের মধ্যে দুই ওপেনারের উইকেট খুইয়ে ফেলে তারা। এরপর দলের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি। সঙ্গী হিসেবে প্রথমে পান চেতেশ্বর পুজারাকে। ৭৪ রানের এই জুটি ভাঙার পর ২২ গজে কোহলির সঙ্গী হন আজিঙ্কা রাহানে। দুজনে পাল্টা জবাব দেন অজি বোলারদের। ৯০ রানের অবিচ্ছিন্ন জুটিতে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তারা। তিন অঙ্ক ছোঁয়ারও সম্ভাবনা জাগিয়েছেন কোহলি। তাতে স্বস্তি নেমে এসেছে ভারত শিবিরে।

শনিবার পার্থের পেসবান্ধব উইকেটে প্রথম ইনিংসে ৩ উইকেটে ১৭২ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ভারত। উইকেটে আছেন কোহলি ৮২ ও রাহানে ৫১ রানে। স্বাগতিক অস্ট্রেলিয়ার চেয়ে ভারত পিছিয়ে আছে ১৫৪ রানে। তাদের হাতে রয়েছে ৭ উইকেট। অজিদের হয়ে মিচেল স্টার্ক ৪২ রানে ২টি ও জস হ্যাজেলউড ১টি উইকেট নেন।

এর আগে প্রথম ইনিংসে ৩২৬ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের ৬ উইকেটে ২৭৭ রান নিয়ে খেলতে নেমেছিল তারা। দুই অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক টিম পেইন ও প্যাট কামিন্সের ৫৯ রানের সপ্তম উইকেট জুটি ভাঙার পর ১৬ রানের মধ্যে শেষ ৪ উইকেট হারায় তারা। অজি ইনিংসের শেষ দুই বলে নাথান লায়ন ও হ্যাজেলউডকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা বাঁচিয়ে রাখা ইশান্ত শর্মা ৪ উইকেট পান ৪১ রানে। ২টি করে উইকেট নেন জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব ও ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা স্পিন অলরাউন্ডার হনুমা বিহারি।

সংক্ষিপ্ত স্কোর : (দ্বিতীয় দিন শেষে)

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : (আগের দিন ২৭৭/৬) ৩২৬ (১০৮.৩ ওভারে) (পেইন ৩৮, কামিন্স ১৯, স্টার্ক ৬, লায়ন ৯*, হ্যাজেলউড ০; ইশান্ত ৪/৪১, বুমরাহ ২/৫৩, উমেশ ২/৭৮, শামি ০/৮০, বিহারি ২/৫৩, বিজয় ০/১০)

ভারত প্রথম ইনিংস : ১৭২/৩ (৬৯ ওভারে) (রাহুল ২, বিজয় ০, পুজারা ২৪, কোহলি ৮২*, রাহানে ৫১*; স্টার্ক ২/৪২, হ্যাজেলউড ১/৫০, কামিন্স ০/৪০, লায়ন ০/৩৪)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড