• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিজের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন মাশরাফি?

  অধিকার ডেস্ক    ১৫ ডিসেম্বর ২০১৮, ১০:৩০

বাংলাদেশ
মুশফিকুর রহিমের সঙ্গে মাশরাফি বিন মুর্তজা; (ছবি: আইসিসি টুইটার)

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেও একবার সংবাদ সন্মেলনে এসে মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, মিরপুরে এটি (দ্বিতীয় ওয়ানডে ম্যাচ) তার ক্যারিয়ারের শেষ ম্যাচ নয়। মিরপুর ম্যাচের পর সিরিজের শেষ ম্যাচটি হয়েছে সিলেটে। অনেকের ধারণা মিরপুরের পর সিলিটেও হচ্ছে মাশরাফির শেষ ম্যাচ। কেননা ২০১৯ সালের বিশ্বকাপের আগে নিজেদের মাটিতে এই সিরিজটি হচ্ছে টাইগারদের শেষ সিরিজ। ওয়ানডে অধিনায়ক বিশ্বকাপের পর হয়ত আর দলকে সামনে থেকে নেতৃত্ব দিবেন না। ফলে ম্যাশের জন্য দেশের মাটিতে এটিই শেষ ম্যাচ। কিন্তু টাইগার দলপতি আগের মতোই সরাসরি এ (দেশের মাটিতে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ) নিয়ে কিছু বলতে চাইলেন না।

শুক্রবারের (১৪ ডিসেম্বর) ম্যাচেও দুর্দান্ত খেলেছেন ম্যাশ। নির্বাচনের ভাবনা মাথায় নিয়ে এভাবে পারফর্ম করতে পারলে ভবিষ্যতেও খেলা চালিয়ে যাওয়া সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে মাশরাফি দিলেন ডিপ্লোম্যাটিক উত্তর, ‘এই প্রশ্নের জন্যই সিরিজের আগে প্রেস কনফারেন্স করেছিলাম। খেলার ভেতর এমন প্রশ্ন আশা করিনি। তবু বলছি, ২০১১ থেকে প্রতি ম্যাচ খেলার সময়ই আমার মনে হয় এটাই হয়তো আমার শেষ ম্যাচ। সত্যি কথা বলতে শেষ ম্যাচ এমনটা ভাবিনি। কারণ সামনে আরও চ্যালেঞ্জ আছে। সেসব নেওয়ার জন্য আরও প্রস্তুত হতে চাই। বিশ্বকাপের পর কী করব, সেটা বিশ্বকাপের শেষ ম্যাচ খেলার পর ঠিক করব।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফির অংশগ্রহণের কারণে শেষ হওয়া উইন্ডিজের বিপক্ষে সিরিজে তার খেলার বিষয়ে ছিল শঙ্কা। এই নিয়ে অনেক সমালোচনা শুনতে হয়েছে এই সফর অধিনায়ককে। সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে মাশরাফি জানালেন, ‘এসবে কান দিলে তো খেলা যায় না। আমি প্রস্তুতি নিচ্ছিলাম, নিজের মতো চেষ্টা করেছি। কারও কথার নিয়ন্ত্রণ তো আপনার হাতে নেই। আমি আমার কাজেই লক্ষ্য রাখার চেষ্টা করেছি।’

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পুরো মনোযোগ রেখেছেন উল্লেখ করে মাশরাফি বলেছেন, ‘প্রত্যেক ক্রিকেটারের আলাদা পরিকল্পনা থাকে। আমারও ছিল। আমি সবসময়ই বিশ্বাস করি মানুষের জীবনে যা ঘটে, সেটা কারও নিয়ন্ত্রণে থাকে না। যেটি ঘটার, সেটি ঘটবেই। জন্মের পর থেকে সবই লিখিত থাকে। টুর্নামেন্ট শুরুর আগে আমার যা পরিকল্পনা ছিল, আমি সেখানেই ছিলাম। আজকের পর হয়তো অন্যকিছু চিন্তা করতে পারি। তবে আজকে পর্যন্ত পুরো মনোযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে ঘিরে। আগে এটি শেষ করে অন্য কাজ করব।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড