• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার নতুন আরেকটি রেকর্ড মাশরাফির

  অধিকার ডেস্ক    ১৫ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৯

বাংলাদেশ
মাশরাফি বিন মুর্তজা; (ছবি: আইসিসি টুইটার)

শুক্রবার বাংলাদেশের রঙিন জার্সি গায়ে নতুন এক কীর্তি গড়লেন মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ড এখন সফল এই টাইগার অধিনায়কের।

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বিরল এই রেকর্ডের স্বাদ নেন নড়াইল এক্সপ্রেস। এখন পর্যন্ত ৭০টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিলেন ম্যাশ। ফলে পেছনে পড়ে গেলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন । হাবিবুল ৬৯টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন।

ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া অধিনায়করা :

মাশরাফি বিন মর্তুজা (২০১০-২০১৮) ৭০* হাবিবুল বাশার (২০০৪-২০০৭) ৬৯ সাকিব আল হাসান (২০০৯-২০১৭) ৫০ মোহাম্মদ আশরাফুল (২০০৭-২০০৯) ৩৮ মুশফিকুর রহিম (২০১১-২০১৪) ৩৭ খালেদ মাসুদ (২০০১-২০০৬) ৩০ আমিনুল ইসলাম (১৯৯৮-২০০০) ১৬ আকরাম খান (১৯৯৫-১৯৯৮) ১৫ খালেদ মাহমুদ (২০০৩-২০০৩) ১৫ গাজী আশরাফ (১৯৮৬-১৯৯০) ৭ নাইমুর রহমান (২০০০-২০০১) ৪ মিনহাজুল আবেদিন (১৯৯০-১৯৯০) ২ রাজিন সালেহ (২০০৪-২০০৪) ২

তিন ম্যাচ সিরিজের শেষ মেছে শুক্রবার টস জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৯৮ রানে আটকে রাখে বাংলাদেশ। জবাবে দারুণ ব্যাটিংয়ে ৮ উইকেটে জয় পায় স্বাগতিকরা। প্রথম ম্যাচে ১৯৬ রানের লক্ষ্যে বাংলাদেশ ৫ উইকেটে জিতেছিল। এবার সিরিজ নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি লাল-সবুজ জার্সীধারীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড