• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

২০২০ এশিয়া কাপের আয়োজক পাকিস্তান, ভেন্যু অনিশ্চিত!

  অধিকার ডেস্ক    ১৩ ডিসেম্বর ২০১৮, ২২:১০

এসিসি কমিটির সভা
ঢাকায় একটি অভিজাত হোটেলে এসিসি কমিটির সভা; (ছবি : সংগৃহীত)

ক্রিকেটের দুই পরাশক্তির রাজনৈতিক বৈরিতার কারণে এ বছরের এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল। ২০২০ সালের এশিয়া কাপের আয়োজক হিসেবে পাকিস্তানের নাম ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। কিন্তু পাকিস্তানে নিরাপত্তা শঙ্কায় আবারও নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে হতে পারে টুর্নামেন্টটি।

বৃহস্পতিবার এশিয়ান ক্রিকেটকে এগিয়ে নেয়ার লক্ষ্যে ঢাকায় একটি অভিজাত হোটেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বে এসিসির নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সেখানেই এশিয়া কাপের পরবর্তী আয়োজক দেশের নাম ঘোষণা করা হয়।

প্রায় এক দশক ধরে পাকিস্তানে বসেনি আন্তর্জাতিক ক্রিকেটের বড় কোনো আসর। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে কেবল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে কেবল সেখানে খেলেছে। এমন অবস্থায় এশিয়া কাপের আয়োজক হিসেবে পাকিস্তানকে দ্যায়িক্ত দেয়া ভাবনার বিষয় হয়ে উঠেছে।

২০২০ সালের এই এশিয়া শ্রেষ্ঠত্বর লড়াইটা হবে টি-টুয়েন্টি ফরম্যাটে। তাতে আয়োজক পাকিস্তান হলেও এখনও ভেন্যুর নাম ঘোষণা করা হয়নি। অবশ্য বর্তমানে পাকিস্তানের হোম ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে ব্যবহার করতে পারে এসিসি।

তবে, এসিসি সভাপতি পাপন জানান, গতবার ভারত যেভাবে সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট আয়োজন করেছিল, পাকিস্তানও চাইলে তেমনটা করতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড