• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ম্যানইউকে উড়িয়ে দিল ভ্যালেন্সিয়া

  অধিকার ডেস্ক    ১৩ ডিসেম্বর ২০১৮, ১০:৪২

ছবি: ভ্যালেন্সিয়া টুইটার

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মতোই উত্থান-পতনের মধ্য দিয়ে সময় কাটছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। এক ম্যাচে জিতলে পরের ম্যাচে ড্র বা হার দেখতে হচ্ছে তাদের। দুর্ভাগ্য ছাড়ছে না তাদের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার হেরেছে ভ্যালেন্সিয়ার সঙ্গে।

ভ্যালেন্সিয়ার মাঠে জয়ের লক্ষ্য নিয়েই খেলতে জায় ম্যানইউ। কিন্তু হেরে ফিরতে হয়েছে তাদের। প্রতিপক্ষের মাঠে হেরেছে ২-১ গোলে।

ভ্যালেন্সিয়ার মাঠ শুরুতেই মেস্তায়ায় আত্মঘাতী গোলই ‘কাল’ হয়ে দাঁড়ায় ম্যানইউয়ের সামনে। ম্যাচের ১৭তম মিনিটে কার্লোস সোলারের লক্ষ্যভেদে পিছিয়ে পড়ার পর ৪৭তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে ফিল জোন্সের আত্মঘাতীতে।

এরপর ম্যাচের ৮৭তম মিনিটে মার্কাস রাশফোর্ডের ব্যবধান কমানো গোলটা শুধু হতাশাই বাড়িয়েছে ম্যানইউ সমর্থকদের।

হারলেও 'এইচ' গ্রুপে ১০ পয়েন্ট পাওয়া ম্যানইউ হয়েছে রানার্স-আপ। ইংলিশ ক্লাবকে হারিয়ে দেওয়া ভ্যালেন্সিয়া ৮ পয়েন্ট নিয়ে জায়গা করে নিয়েছে ইউরোপা লিগে।