• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

আপিলে শাস্তি কমলো 'মারপিট' করা তিন ফুটবলারের

  অধিকার ডেস্ক    ১২ ডিসেম্বর ২০১৮, ২২:২৮

বাফুফে লোগো ও ফেডারেশন কাপ
বাফুফে লোগো ও ফেডারেশন কাপের ফাইনালে ফুটবলারদের মারামারির মুহূর্ত; (ছবি : সংগৃহীত)

চলতি মৌসুমে ফেডারেশন কাপের ফাইনালে মাঠের মধ্যে ফুটবলারদের মারামারির ঘটনায় চার খেলোয়াড়কে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি। তবে, ফুটবলাররা শাস্তি কমানোর আপিল করলে শুনানিতে তিন খেলোয়াড়ের শাস্তি কমেছে।

২৩ নভেম্বরের ফাইনালের অনাকাঙ্ক্ষিত ঘটনায় শাস্তি পাওয়া চার খেলোয়াড়ের আপিলের প্রেক্ষিতে মঙ্গলবার বৈঠকে বসেছিল বাফুফের আপিল কমিটি। বুধবার এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, বসুন্ধরা কিংসের সুশান্ত ত্রিপুরা, তৌহিদুল আলম সবুজ ও আবাহনী লিমিটেডের মামুন মিয়ার শাস্তি কমেছে। তবে, আবাহনীর ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবনের শাস্তি হিসেবে দুই ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

বসুন্ধরা কিংসের সুশান্তের ৮ ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে ৬ ম্যাচ করেছে আপিল কমিটি। তবে তার ১ লাখ টাকার জরিমানা বহাল রেখেছে আপিল কমিটি। এছাড়া বসুন্ধরার তৌহিদুল আলম সবুজ ও আবাহনীর মামুন মিয়ার ছয় ম্যাচের নিষেধাজ্ঞা ১ ম্যাচ কমিয়ে ৫ ম্যাচ করেছে আপিল কমিটি। তাদের দুজনেরও আর্থিক জরিমানা ৫০ হাজার টাকা বহাল রেখেছে আপিল কমিটি।

ফেডারেশন কাপের ফাইনাল খেলায় বসুন্ধরা আর আবাহনীর খেলোয়াড়রা হঠাৎ মারামারির কাণ্ডে জড়িয়ে পড়েন। এ সময় মাঠেই দুই দলের চার ফুটবলারকে লাল কার্ড দেখিয়ে সাজঘরে পাঠান রেফারি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড