• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চ্যাম্পিয়নস লিগে ক্যাসিয়াসের ‘সেঞ্চুরি’

  অধিকার ডেস্ক    ১২ ডিসেম্বর ২০১৮, ২০:২৮

ইকার ক্যাসিয়াস
গ্যালাতাসারেইর বিপক্ষে পোর্তোর গোলরক্ষক ইকার ক্যাসিয়াস; (ছবি : সংগৃহীত)

ক্রিস্তিয়ানো রোনালদোর পর চ্যাম্পিয়নস লিগে শততম ম্যাচ জেতার কীর্তি গড়েছেন ইকার ক্যাসিয়াস। দুজনেই একসময় রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন। তবে, সময়ের সঙ্গে দুইজনেই রিয়াল ছেড়ে পাড়ি দিয়েছেন অন্য ক্লাবে। রোনালদোর বর্তমান ঠিকানা জুভেন্তাস আর ক্যাসিয়াসের ঠিকানা এফসি পোর্তো।

চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারেইর বিপক্ষে ৩-২ গোলে পোর্তোর জয়ে রোনালদোর পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন ৩৭ বছর বয়সী গোলরক্ষক। এর আগে জুভেন্তাসের হয়ে ভ্যালেন্সিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে জয়ের সেঞ্চুরি পূরণ করেন রোনালদো।

এর আগে অবশ্য আরও একটি রেকর্ড গড়েছিলেন তিনি। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন তার দখলে। গ্যালাতাসারেইর বিপক্ষের ম্যাচটি ১৭৩তম ম্যাচ ছিল ক্যাসিয়াসের। তাছাড়া প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগের ২০টি মৌসুমে খেলার অনন্য কৃতিত্ব গড়েন তিনি।

এদিকে গ্যালাতাসারেইর বিপক্ষে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছিল পোর্তো। জমজমাট লড়াইয়ে গ্যালাতাসারেই দুইবার গোল পরিশোধ করলেও পোর্তো জয় রুখতে পারেনি তারা। আর তাতেই কাঙ্ক্ষিত সেই অর্জনের দেখা পায় ক্যাসিয়াস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড