• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজ চ্যাম্পিয়নস লিগে কী করলে কী হবে

  অধিকার ডেস্ক    ১২ ডিসেম্বর ২০১৮, ১৩:৫৪

রোনালদো
অনুশীলনে রোনালদোর সঙ্গে দিবালা; (ছবি : জুভেন্তাস টুইটার)

চ্যাম্পিয়নস লিগের আগেই নক আউট নিশ্চিত করেছে 'জি' গ্রুপে থাকা স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আজকের ম্যাচটি তাদের শুধুমাত্র আনুষ্ঠানিকতা। এ দিকে আজই 'এইচ' গ্রুপে চ্যাম্পিয়ন নির্ধারিত হতে পারে জুভেন্তাস কিংবা ম্যানইউর। সমীকরণ একটু জটিল হলেও আজই নক আউটে উঠে যেতে পারে ম্যানচেস্টার সিটি আর অলিম্পিক লিঁও। ফলে আজকের রাত বড় দলগুলো ও তাদের সমর্থকদের জন্য হয়ে যাবে রোমাঞ্চকর।

আসুন দেখে নিই আজ চ্যাম্পিয়নস লিগে দলগুলোর সামনে কী সমীকরণ অপেক্ষা করছে, খেলাগুলোই বা কোন সময়ে কোন চ্যানেলে হবে:

গ্রুপ 'জি'

রিয়াল মাদ্রিদ-সিএসকে মস্কো (সরাসরি, রাত ১১টা ৫৫ মিনিট, সনি টেন-২) হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউটে যাবে রিয়াল।

এএস রোমা-এফ সি ভিক্টোরিয়া প্লাজেন (সরাসরি, রাত ১১টা ৫৫ মিনিট, সনি টেন-১) ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে হার বা ড্র করলেও রোমা যাবে নক আউটতে।

গ্রুপ 'এফ'

ম্যানচেস্টার সিটি-হফেনহেইম (সরাসরি, রাত ২টা, সনি সিক্স) ড্র করলেই পরের রাউন্ড নিশ্চিত সিটির।

অলিম্পিক লিঁও-শাখতার দোনেৎস্ক (সরাসরি, রাত ২টা, সনি সিক্স) জিতলে পরের রাউন্ডে যাবে লিঁও, ড্র করলেও যাবে যদি গ্রুপের অন্য ম্যাচটায় ম্যানসিটি হারে।

গ্রুপ 'এইচ'

ম্যানইউ-ভ্যালেন্সিয়া (সরাসরি, রাত ২টা, সনি টেন-১) ম্যানইউ জিতলে হবে গ্রুপ চ্যাম্পিয়ন, তবে হারতে হবে আরেক ম্যাচ খেলা জুভেন্তাসকে

জুভেন্তাস-ইয়াং বয়েজ (সরাসরি, রাত ২টা, সনি টেন-২) ড্র করলেই শেষ ষোলোতে যাবে জুভেন্তাস। তবে আরেক ম্যাচে ম্যানইউকে হারতে হবে বাঁ ড্র করতে হবে।

গ্রুপ 'ই'

বায়ার্ন মিউনিখ-আয়াক্স আমস্টারডা (সরাসরি, রাত ২টা, সনি টেন-৩) এই ম্যাচে যে জিতবে সেই হবে গ্রুপ চ্যাম্পিয়ন