• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কঠিন সমীকরণে নাপোলি, পিএসজি আর লিভারপুল

  অধিকার ডেস্ক    ১১ ডিসেম্বর ২০১৮, ২৩:০০

নাপোলি, লিভারপুল ও প্যারিস সেন্ত জার্মেই
নাপোলি, লিভারপুল ও প্যারিস সেন্ত জার্মেই খেলোয়াড়দের একাংশ; (ছবি : সম্পাদিত)

কঠিন সমীকরণের সম্মুখীন হতে চলেছে নাপোলি, লিভারপুল ও প্যারিস সেন্ত জার্মেই। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ ‘সি’ থেকে শেষ ষোলোতে কোন দুটি দল উঠবে তা নিশ্চিত হবে মঙ্গলবার রাতেই। এই তিন দলেরই সম্ভাবনা রয়েছে নকআউট পর্বে ওঠার।

‘সি’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে লিভারপুল। শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে নাপোলির বিপক্ষে জিততেই হবে লিভারপুলকে। সেক্ষেত্রে অনেকটায় নির্ভার থাকতে পারে নাপোলি। কেনোনা লিভারপুলের কাছে হার এড়াতে পারলেই নকআউট নিশ্চিত হবে ইতালিয়ান জায়ান্টদের। হেরে গেলেও সুযোগ থাকবে পরের পর্বে যাওয়ার। সেক্ষেত্রে অবশ্য তাদের চোখ রাখতে হবে পিএসজি ও রেড স্টারের ম্যাচের দিকে।

এদিকে বাজে শুরু করা পিএসজি ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকলেও রেড স্টারের বিপক্ষে ড্র অথবা জয় ছাড়া বিকল্প কিছু নেই পিএসজির। তবে, হারলে তাকিয়ে থাকতে হবে নাপোলি-লিভারপুল ম্যাচের দিকে।

তাই শেষ ষোলোর সমীকরণের ঘোরপ্যাঁচে পড়েছে এই তিন দল:

* নাপোলি-লিভারপুল ম্যাচে লিভারপুল হারলে নাপোলির নিশ্চিত করবে শেষ ষোলো। সেক্ষেত্রে রেড স্টারের বিপক্ষে হার কিংবা ড্র যে কোনো ফলাফলেই নকআউট পর্বের টিকিট পাবে পিএসজি।

* নাপোলি-লিভারপুল ম্যাচে লিভারপুল যদি নাপোলির বিপক্ষে জিততে পারে তবে নকআউটে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে, সেক্ষেত্রে পিএসজির হারের অপেক্ষা করতে হবে দলটিকে।

* এদিকে পিএসজি জিতেগেলে বা ড্র করলে তখনও শেষ ষোলোতে যাওয়ার সুযোগ থাকবে লিভারপুলের। এজন্য হেড টু হেডে নাপোলির বিপক্ষে জিততে হবে ২ গোলের ব্যবধানে।

* পিএসজির জন্য সমীকরণটা পালটে দিতে পারে একটি জয়। তবে ড্র করলেও থাকবে সুযোগ। এক্ষেত্রে অপেক্ষা করতে হবে লিভারপুলের হার। আর যদি লিভারপুল জিতে যায়, সেক্ষেত্রে নাপোলির সঙ্গে হেড টু হেডে পিছিয়ে থাকায় বিদায় নিতে হবে পিএসজিকে।

গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার দিবাগত রাত ২টায়। ঘরের মাঠে নাপোলিকে আতিথ্য দেবে লিভারপুল। আর রেড স্টারের মাঠে স্বাগতিকদের বিপক্ষে লড়বে পিএসজি। নাপোলি- লিভারপুল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সনি টেন ১, আর পিএসজি-রেড স্টারের ম্যাচ হবে সম্প্রচার করবে সনি লাইভে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড