• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

৬ উইকেট হারিয়ে দিশেহারা উইন্ডিজ 

  অধিকার ডেস্ক    ০৯ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৯

বাংলাদেশ
ছবি: আইসিসি টুইটার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে হেরে বোলিং করছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলায় দুপুর ১টায় ম্যাচটি শুরু হয়েছে।

উইন্ডিজ স্কোর : ১৫২/৬ (৪৪ ওভার) ( রস্টন চেজ ২৩*, কেমু পল ৭*)।

উইন্ডিজের ৬ষ্ঠ উইকেট নিলেন রুবেল

ইনিংসের ৪০তম ওভারের দ্বিতীয় বলে উইন্ডিজ শিবিরে হানা দেন রুবেল হোসেন। তুলে নেন ক্যারিবিয়দের মূল্যবান উইকেট ম্যারলন স্যামুয়েলস। টাইগারদের সামনে বিপজ্জনক হয়ে ওঠা স্যামুয়েলসকে ফেরান ২৫ রানে।

উইন্ডিজের পঞ্চম উইকেট নিলেন মাশরাফি

প্রথম ওয়ানডেতেই মাশরাফি বিন মুর্তজা বল হাতে কারিশমা দেখাচ্ছেন। উইন্ডিজের তৃতীয় উইকেট তুলে নেন এই টাইগার অধিনায়ক। রোভম্যান পাওয়েল মাশরাফির বলে তুলে মারতে গিয়ে মিড অফে লিটনের হাতে ক্যাচ দেন। ২৫ বলে ১৪ রান করেন উইন্ডিজ অধিনায়ক। তাকে হারিয়ে বিপদে রয়েছে ক্যারিবিয়রা।

উইন্ডিজের চতুর্থ উইকেট নিলেন মিরাজ

ইনিংসের ২৯তম ওভারে মিরাজের দ্বিতীয় ওভারের প্রথম বলে সাফল্য পেলেন মেহেদী হাসান মিরাজ। এই অফ স্পিনার বোল্ড করে দিলেন শিমরন হেটমায়ারকে। ১৩ বলে ৬ রান করেন হেটমায়ার।

উল্লেখ্য, দুই ম্যাচের টেস্ট সিরিজের চার ইনিংসে হেটমায়ারের উইকেট নিয়েছিলেন মিরাজ। এবার প্রথম ওয়ানডেতে বাঁহাতি ব্যাটসম্যানকে ফেরালেন মিরাজ। এবার ওয়ানডেতেও মিরাজের বলে আউট হয়েছেন হেটমায়ার।

উইন্ডিজের তৃতীয় উইকেট নিলেন মাশরাফি

বাংলাদেশের দিকে আঙুল তুলছিলেন শাই হোপ। ব্রাভোর পর হোপকে ফেরান মাশরাফি। ৫৯ বলে ৪৩ রান করা হোপ মাশরাফির লেন্থ বলে ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন। দারুণ ক্যাচ ধরেন মেহেদী হাসান মিরাজ।

তামিমের দুর্দান্ত ক্যাচে আউট ব্রাভো

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই বছর পর উইন্ডিজ দলে ডাক পান ড্যারেন ব্রাভো। কিন্তু দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। আউট হয়েছেন মাশরাফি বিন মুর্তজার বলে।

ইনিংসের মুস্তাফিজুর রহমানের করা ষোলোতম ওভারের দ্বিতীয় বলে পয়েন্টে সহজ ক্যাচ দিয়ে বেঁচে গিয়েছিলেন ড্যারেন ব্রাভো। মাঝে দুই ওভার না যেতেই আবারও জীবন পেয়েছিলেন তিনি। কিন্তু দলীয় ২১তম ওভারে মাশরাফির চতুর্থ বলে ক্যাচ আউট হয়েছেন ব্রাভো।

ম্যাশের করা অফ স্ট্যাম্পের বলটি ব্রাভো হাঁকিয়েছিলেন ছক্কা। কিন্তু লংঅফে দাঁড়িয়ে থাকা দীর্ঘ আড়াই মাস পর টাইগার শিবিরে যোগ দেওয়ার ওপেনার তামিম ইকবালের কাছে ক্যাচ ওঠে। দূর থেকে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে দারুণ এই ক্যাচটি ধরেন তিনি।

৫১ বলের দেখায় ১৯ রান করে ফিরেছেন ব্রাভো।

ক্যাচ মিস করলেন আরিফুল

দলীয় ২৯ রানে ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি ভাঙেন সাকিব আল হাসান। দ্বিতীয় উইকেট শিকারের সুযোগ পায় বাংলাদেশ। ইনিংসের ১৬তম ওভারে মুস্তাফিজের দ্বিতীয় বলে ক্যাচ মিস করেন আরিফুল হক।

দীর্ঘ ২ বছর পর উইন্ডিজ দলে ডাক পাওয়া ড্যারেন ব্রাভো মুস্তাফিজের বলটি বউন্ডারি মারতে চেয়েছিলেন। কিন্তু ব্যাকওয়ার্ডে দাঁড়িয়ে থাকা আরিফুলের কাছে ক্যাচ ওঠে। বলটি তালুবন্দি করতে চেয়েছিলেন আরিফুল। কিন্তু দুর্ভাগ্য ক্যাচটি ধরতে ব্যর্থ হন তিনি।

এরই মধ্যে শাই হোপ, ড্যারেন ব্রাভোর ব্যাটিংয়ে দলীয় অর্ধশত রানের স্কোর করে ফেলেছে উইন্ডিজ।

শুরুতেই সাকিবের হানা

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে হেরে বোলিংয়ে নেমে শুরুতেই স্পিনারদের নিয়ে অ্যাটাক শুরু করে বাংলাদেশ। টাইগারদের দুই স্পিনারকে সামাল দিচ্ছিলেন ক্যারিবিয় দুই ওপেনার কাইরেন পাওয়েল ও শাই হোপ। কিন্তু সাকিব আল হাসানের বোলিং তোপে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি।

ইনিংসের অষ্টম ওভারে সাকিবের শেষ বলে ভাঙে ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি। অফ স্টাম্পের হালকা বাইরের বল মিড অফের ওপর দিয়ে উড়াতে চেয়েছিলেন বাঁহাতি ওপেনার কাইরন পাওয়েল। ব্যাটে বলে টাইমিং না হওয়াতে বল উঠে যায় পয়েন্টে। একটু পেছনে সরে ক্যাচ নেন রুবেল হোসেন। ২৭ বলে ১০ রান করে ফিরলেন পাওয়েল।

টস

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপর ১টায়।

সিরিজ জিততে চায় দু'দল

টেস্ট ক্রিকেটে হোয়াইটওয়াশ করার লক্ষ্য পূরণ হয়েছে কয়েক দিন আগে। এবার রঙিন পোশাকের ক্রিকেট লড়াই। আজ শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৫০ ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ ভালো দল হলেও এই সিরিজে বাংলাদেশকে এগিয়ে রাখতে হবে।

কেননা আত্মবিশ্বাসে টইটুম্বুর একটি দল এখন বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ সিরিজ শেষ করে ক্যারিবিয়দের সঙ্গেও নিজেদের সেরাটা দিয়েছে। টেস্ট জিতে এখন ওয়ানডে সিরিজ জয়ের পালা।

অন্যদিকে, আরেকটি দল (উইন্ডিজ) আত্মবিশ্বাসের তলানিতে রয়েছে। গেল মাসে ভারতে সঙ্গে হেরে বাংলাদেশ সফরে এসেছে তারা। কিন্তু এখানেও তাদের ঠাই নয়নি। টেস্টে হেরেছে।

তবে টেস্টের জ্বালা ভুলে ওয়ানডেতে নিজেদের হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চাচ্ছে উইন্ডিজ। টাইগারদের বিপক্ষে এই সিরিজ জিতে বিশ্বকাপের প্রস্তুতি সারতে চায় তারা। নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায়।

স্বাগতিক বাংলাদেশ চায় আরও একটি সিরিজ জিতে ২০১৮ সাল শেষ করতে। কেননা এই বছরই বাংলাদেশের এটি শেষ সিরিজ। যদিও বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফরে যাবে টিম টাইগার। তবুও এই সিরিজ জিতে নিজেদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিতে প্রস্তুত।

এদিকে দীর্ঘ দুই বছর পর উইন্ডিজের ওয়ানডে জার্সি গায়ে চাপানোর সুযোগ পেতে পারেন ড্যারেন ব্রাভো। লেগ-স্পিনে টাইগারদের দুর্বলতার সুযোগ কাজে লাগাতে দলটি একাদশে রাখতে পারে দেবেন্দ্র বিশুকে। সেক্ষেত্রে দলে জায়গা না-ও পেতে পারেন স্পিনার ফাবিয়ান অ্যালেন।

বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

উইন্ডিজ: কাইরেন পাওয়েল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, ম্যারলন স্যামুয়েলস, শিমরন হেটমেয়ার, রস্টন চেজ, রভম্যান পাওয়েল (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, ওশানে থমাস।