• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সেরা পাঁচ বোলার

  অধিকার ডেস্ক    ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:১১

মাশরাফি বিন মর্তুজা
মাশরাফি বিন মর্তুজা; (ছবি : টাইগার ক্রিকেট)

ওয়ানডে সিরিজে সবশেষ দেখায় ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠেই হারিয়েছিল বাংলাদেশ। ২-১ ব্যবধানে। ফিরতি সিরিজে এবারে ফের মুখোমুখি দুদল। টেস্ট সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার আত্মতৃপ্তি নিয়ে টাইগাররা চায় ওয়ানডে সিরিজও নিজেদের করে নিতে। অন্যদিকে সফরকারীদের লক্ষ্য ঘুরে দাঁড়িয়ে প্রতিশোধ নেওয়া।

আগামীকাল রবিবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচ শুরু দুপুর ১টায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে একরকম আলোচনার বাইরেই ছিলেন টাইগার পেসাররা। তবে খেলার ফরম্যাটে পরিবর্তন আসছে বলে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বাজি একাদশে 'তিন পেসার' খেলানো।

শনিবার সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, একাদশ নির্বাচনে বাংলাদেশের সুবিধার জায়গা হলো স্কোয়াডে এমন দুজন স্পিনার আছেন যারা ব্যাটিং করতে পারেন (সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ)। সেক্ষেত্রে দেশের মাটিতে অতীতে পাওয়া সাফল্য বিবেচনা করে প্রথম ওয়ানডেতে 'তিন পেসার' খেলানোর আগ্রহই প্রকাশ করেন তিনি। পেস নির্ভর বোলিং আক্রমণ হলেও, সাকিব ও মিরাজের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে পুরো দল বলেও মত দেন মাশরাফি।

চলুন পাঠক, প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর আগে দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সেরা পাঁচ উইকেট শিকারি কারা (বর্তমান স্কোয়াডে থাকা ১৬ ক্রিকেটারের মধ্যে)।

উইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সেরা পাঁচ উইকেট শিকারি :

নাম

ম্যাচ

ইনিংস

উইকেট

গড়

ইকোনমি

৫ উইকেট

সেরা

মাশরাফি বিন মর্তুজা

১২

১২

১৮

২৭.২৭

৪.৬৭

৪/৩৭

মাহমুদউল্লাহ

১৪

১২

১৪

৩১.৪২

৪.৭৮

৩/৪৬

সাকিব আল হাসান

১২

১২

১১

৩৪.১৮

৪.০৮

৪/১৬

রুবেল হোসেন

৪২.৮৮

৬.৫৪

৩/৬১

মুস্তাফিজুর রহমান

২৮.৪০

৫.৩৫

২/৩৫