• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসকোকে খেলাতে পেরে খুশি রিয়াল কোচ

  অধিকার ডেস্ক    ০৭ ডিসেম্বর ২০১৮, ০৯:৪১

রিয়াল মাদ্রিদ
ইসকো; (ছবি: রিয়াল মাদ্রিদ টুইটার)

হুলেন লোপেতেগির বিদায়ের পর রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়া নতুন কোচ সান্তিয়াগো সোলারির অধীনে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি ইসকো। বৃহস্পতিবার রাতে মেলিয়া বিপক্ষে সোলারির অধীনে ম্যাচে প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পান ইসকো। ম্যাচটিতে জোড়া গোল করেন তিনি। প্রথমবারের মতো ইসকোর খেলায় উচ্ছ্বসিত সোলারি। তাকে (ইসকো) নিয়ে বেশ খুশি নতুন এই আর্জেন্টাইন রিয়াল কোচ।

সকো ও অ্যাসেনসিওর জোড়া গোলে কোপা দেল রেতে মেলিয়ার বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে ৬-১ গোলের জয় পেয়েছে রিয়াল। এই জয়ে স্প্যানিশ কাপের শেষ ষোলোতে উঠেছে তারা।

ম্যাচ শেষে ইসকোর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সোরালি বলেন, 'ইসকোর জন্য আমি খুব খুশি, আমি আসলে দুঃখিত ম্যাচের প্রথমার্ধে তাকে খেলাতে পারিনি। তবে দ্বিতীয়ার্ধে তার জোড়া গোল ছিল সত্যই অসাধারণ।'

রিয়ালের হয়ে মেলিয়ার বিপক্ষে প্রথম গোলটি করেন অ্যাসেনসিও। রিয়ালের স্প্যানিশ মিডফিল্ডারেরও প্রশংসা করেন সোলারি- 'অ্যাসেনসিওকে নিয়েও আমি খুশি। শুরুতেই দারুণ দুটি গোল করেছে সে। দলের এমন সাফল্যে উচ্ছ্বসিত আমি।'