• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

  অধিকার ডেস্ক    ০৬ ডিসেম্বর ২০১৮, ২২:৫৫

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ; (ছবি : আইসিসি টুইটার)

আগামী ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের আগে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলে নিজেদের ঝালাই করে নেবে বাংলাদেশ। সেখানে স্বাগতিকদের পাশাপাশি লাল-সবুজের প্রতিনিধিদের লড়তে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

বৃহস্পতিবার জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, আগামী বছরের ৫ মে থেকে ১৭ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে এই ত্রিদেশীয় সিরিজ। লিগ পর্যায়ে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুবার করে মাঠে নামবে। এরপর সেরা দুই দল খেলবে ফাইনালে।

আগামী বছরের ৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে এই সিরিজ খেলে ইংলিশ পিচ ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বাংলাদেশ।

সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্লোনটার্ফে মে মাসের ৭ তারিখে মাঠে নামবে দুদল। এরপর ৯ তারিখে ম্যালাহাইডে আইরিশদের মোকাবেলা করবে টাইগাররা।

একই ভেন্যুতে বাংলাদেশ ফের ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে ১৩ তারিখে। ক্লোনটার্ফে স্বাগতিকদের বিপক্ষে তামিম-সাকিবদের লিগ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে মে মাসের ১৫ তারিখে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড