• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুম থেকেই ভিএআর

  অধিকার ডেস্ক    ০৩ ডিসেম্বর ২০১৮, ১৯:৩০

ভিএআর
চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের নক-আউট পর্ব থেকে চালু হচ্ছে ভিএআর ব্যবহার; (ছবি : টুইটার)

চ্যাম্পিয়ন্স লিগের চলতি ২০১৮-১৯ মৌসুমের নক-আউট পর্ব থেকে চালু করা হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর পদ্ধতি।

সোমবার ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবারের চ্যাম্পিয়ন্স লিগ আসরে ভিএআর ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ দিকে। বাকি আর মাত্র এক রাউন্ড। তাই নক-আউট পর্বের শেষ ষোলোর লড়াই থেকে ভিএআর কার্যকর করা হবে বলে জানিয়েছে উয়েফা। আগামী ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে এবারের চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্ব।

মূলত মাঠে রেফারি ও লাইন্সম্যানদের নেওয়া সিদ্ধান্তগুলোকে আরও নির্ভুল করতে বিভিন্ন প্রতিযোগিতায় ভিএআর পদ্ধতি প্রয়োগ করতে শুরু করেছে বিভিন্ন ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ও কর্তৃপক্ষ।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে ভিএআর ব্যবহারে সাফল্য আসায় ইতালিয়ান সেরি 'আ', জার্মান বুন্দেসলিগা ও স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ পদ্ধতিটি এবারের মৌসুম থেকে নিজ নিজ লিগে চালু করেছে।