• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

উইন্ডিজকে ফলো-অন করিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

  অধিকার ডেস্ক    ০২ ডিসেম্বর ২০১৮, ১২:২৭

মেহেদী হাসান মিরাজ
প্রথম ইনিংসে উইন্ডিজকে গুঁড়িয়ে দেওয়ার নায়ক মেহেদী হাসান মিরাজ; (ছবি : আইসিসি টুইটার)

নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো প্রতিপক্ষকে ফলো-অন করানোর স্বাদ পেল বাংলাদেশ। ১১২তম টেস্টে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ১১১ রানে গুটিয়ে দিয়ে টাইগাররা পেল ৩৯৭ রানের বিশাল লিড।

ঢাকা টেস্টের তৃতীয় দিনে রবিবার প্রথম ইনিংসে ১১১ রানে অলআউট হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। সাদা পোশাকে এটি বাংলাদেশের বিপক্ষে কোনো দলের সর্বনিম্ন দলীয় স্কোর। টেস্টে এর আগে টাইগারদের বিপক্ষে সর্বনিম্ন দলীয় স্কোর ছিল জিম্বাবুয়ের। এই ভেন্যুতেই ২০১৪ সালে মাত্র ১১৪ রানে অলআউট হয়েছিল তারা।

আগের দিনের ৫ উইকেটে ৭৫ রান নিয়ে খেলতে নেমেছিল উইন্ডিজ। তৃতীয় দিনে তাদের ইনিংস টেকে মোটে ১২ দশমিক ৪ ওভার। সময়ের হিসাবে ৫১ মিনিট। ৩৬ রান যোগ করতে তারা হারায় শেষ ৫ উইকেট।

এ দিন দুই তারকা টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের দাপটে মাথা তুলে দাঁড়াতেই পারেনি উইন্ডিজ ব্যাটসম্যানরা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫৮ রানে ৭ উইকেট নেন মিরাজ। বাংলাদেশের অধিনায়ক সাকিব ৩ উইকেট পান ২৭ রানে। এই দুজন মিলে তুলে নেন ক্যারিবিয়ানদের ১০ উইকেট। তাদের মাত্র তিন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় পৌঁছান।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় রানের লিড এটি। এর আগে টাইগাররা দুইশর বেশি রানের লিড পেয়েছিল একবারই। সবশেষ সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে লিড ছিল ২১৮ রানের। তবে সেবার সুযোগ থাকলেও ফলো-অন করায়নি বাংলাদেশ।

বাংলাদেশ প্রথম ইনিংস : ৫০৮

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ১১১ (৩৬.৪ ওভারে) (ব্র্যাথওয়েট ০, পাওয়েল ৪, হোপ ১০, আমব্রিস ৭, চেজ ০, হেটমায়ার ৩৯, ডাওরিচ ৩৭, বিশু ১, রোচ ১, ওয়ারিকান ৫*, লুইস ০; সাকিব ১৫.৪-৪-২৭-৩, মিরাজ ১৬-১-৫৮-৭, নাঈম ৩-০-৯-০, তাইজুল ১-০-১০-০, মাহমুদউল্লাহ ১-১-০-০)।