• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

হ্যাটট্রিক শিরোপা জিততে ক্ষুধার্ত রিয়াল

  অধিকার ডেস্ক    ২৪ মে ২০১৮, ১৬:৫৯

রিয়াল মাদ্রিদের কোচিংয়ের দায়িত্ব নেওয়ার পর টানা দুবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন জিনেদিন জিদান। কিন্তু তিনি তো বটেই, তাঁর দলেরও খিদে তাতে একটুও কমেনি। টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব লিভারপুল। ফাইনালের আগে জিদান দিলেন হুঙ্কার, চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক শিরোপা জিততে ক্ষুধার্ত তার দল।

রিয়ালের জন্মই হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে রাজত্ব করতে। সর্বোচ্চ ১২টি শিরোপা, সঙ্গে একমাত্র ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ব্যাক টু ব্যাক টাইটেল জেতার রেকর্ড। হাতছানি এবার হ্যটিট্রিক শিরোপা জয়ের।

রিয়াল কোচ জিদান বলেন, 'আমাদের প্রমাণ করতে হবে, আমরা আবারও কি অর্জন করতে যাচ্ছি। গেলবারও অনেকেই ভাবেনি আমরা চ্যাম্পিয়ন হবো। কিন্তু রিয়াল তা করে দেখিয়েছে। এবার অনন্য হবার পালা। আমাদের সামনে কঠিন প্রতিপক্ষ। তবে তাদের চেয়েও আমরা আরো কঠিন। শুধু এটই বলছি, রিয়াল এই ম্যাচ জেতার জন্যই মাঠে নামবে।'

কিন্তু ১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে উঠা লিভারপুলও ছেড়ে কথা বলবে না। ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্নে বিভোর তারা। তাই লিভারপুলকে ‘আন্ডারডগ’ হিসেবে দেখা উচিত হবে না বলে আগেই হুশিয়ারি দিয়েছেন দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ। রিয়ালকে ফেভারিট মানতে কোনো দ্বিধা নেই তার। তবে নিজেদের নিয়েও আত্মবিশ্বাসী তিনি, 'আমরা লিভারপুল, বিষয়টা ভুলে গেলে চলবে না।'

রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস বলেন, 'লিভারপুলকে আমরা সমীহ করছি। পুরো ভারসাম্যপূর্ণ একটা দল। দুর্দান্ত ভাবে খেলে ওরা ফাইনালে জায়গা করে নিয়েছে। তাছাড়া ওদের দলে এমন কিছু ফুটবলার আছে যারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে যে কোন সময়। সুতরাং সতর্ক হয়েই মাঠে নামবো আমরা।'

লিভারপুলের বিপক্ষে এর আগে কখনোই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জিততে পারেনি রিয়াল। ১৯৮০-৮১ মৌসুমে লিভারপুলের কাছে ১-০ গোলে হেরেছিল রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এই একবারই দেখা হয়েছে দুদলের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড