• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

১২৮ বছর পর রেকর্ড গড়লো বাংলাদেশ

  অধিকার ডেস্ক    ০১ ডিসেম্বর ২০১৮, ২২:২৫

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল; (ছবি: ইন্টারনেট)

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে নতুন এক রেকর্ডের জন্ম দিলো বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে দীর্ঘ ১২৮ বছর পর কোনো দলের প্রথম পাঁচ ব্যাটসম্যানকে বোল্ড আউট করার রেকর্ড গড়লো টাইগাররা।

শনিবার ক্যারিবিয়ানদের প্রথম ইনিংসের প্রথম পাঁচ ব্যাটসম্যাকেই বোল্ড করেন বাংলাদেশের বোলাররা। যার মাধ্যমে টেস্ট ক্রিকেট ইতিহাসে নতুন করে বিরল এক রেকর্ডের জন্ম দিলো বাংলাদেশ। রেকর্ডে নাম উঠলো উইন্ডিজেরও। তবে তাদের জন্য সেটা লজ্জার রেকর্ড হয়েই থাকবে!

১২৮ বছরের মধ্যে প্রথম হলেও টেস্ট ক্রিকেটের কোনো ম্যাচে এই নিয়ে তৃতীয়বার ইনিংসের প্রথম পাঁচ ব্যাটসম্যানই বোল্ড হলেন। এর আগে ১৮৭৯ ও ১৮৯০ সালে এমন ঘটনা ঘটেছিল।

বিরল এই ঘটনা প্রথম ঘটেছিল ১৮৭৯ সালে। মেলবোর্নে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে। ওই ম্যাচের প্রথম ইনিংসে ইংল্যান্ডের প্রথম ছয় ব্যাটসম্যানই বোল্ড আউট হয়েছিলেন।

এরপর ১৮৯০ সালে দ্বিতীয়বার ওভালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচে একই ঘটনা ঘটেছিল। ওই ম্যাচের তৃতীয় ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে প্রথম সাত ব্যাটসম্যানই বোল্ড আউটের শিকার হয়েছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড