• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্যাটিংয়ে বাংলাদেশ, সাদমানের অভিষেক

  অধিকার ডেস্ক    ৩০ নভেম্বর ২০১৮, ০৯:১৯

ছবি: ইন্টারনেট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।

সাদমানের অভিষেক

টেস্ট অভিষেক হয়েছে তরুণ আল রাউন্ডার সাদমান হাসান। ইমরুল কায়েসের পরিবর্তে ৯৪তম টেস্ট ক্রিকেটার হিসেবে বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে সাদমানের। সৌম্য সরকারের সঙ্গে ওপেনিং জুটিতে দেখা যাবে তাকে।

বাংলাদেশ একাদশ সাজিয়েছে চারজন স্পিনার ও একজন পেসার নিয়ে। একমাত্র পেসার হিসেবে খেলছেন মুস্তাফিজুর রহমান। মুশফিকের চোটের কারণে উইকেটরক্ষক হিসেবে নতুন করে যোগ করা হয়েচে লিটন দাসকে। তবে সুখবর হচ্ছে মুশি ব্যাট করবেন কিন্তু উইকেটরক্ষের দায়িত্বে তাকে দেখা যাবে না।

লিটন দাস নেই আগে থেকেই। সর্বশেষ টেস্টের একাদশ থেকে জায়গা ছেড়ে দিতে হয়েছে খালেদ আহমেদ ও আরিফুল হককেও। অভিষেকের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে সাদমান ইসলামকে।

টস

সফরকারী ওয়েস্টের বিপক্ষে দ্বিতীয় এবং শেষ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিধান্ত নিয়েছে অধিনায়ক সাকিব আল হাসান। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মোহাম্মাদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), কাইরন পাওয়েল, শাই হোপ, সুনীল অ্যামব্রিস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, শেন ডোরিচ, জোমেল ওয়ারিকান, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, শেরমান লিউস।