• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

উইন্ডিজকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে মুখিয়ে সাকিব

  নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর ২০১৮, ১৭:৪৭
সাকিব আল হাসান
বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান; (ছবি : সংগৃহীত)

চট্টগ্রামে প্রথম টেস্ট জিতে এগিয়ে থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের জোর সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। ঢাকা টেস্টে ড্র করলেই চলবে। কিন্তু টাইগার দলনেতা সাকিব আল হাসান সে পথে হাঁটতে চান না। তার সাফ কথা, সিরিজ জিততে চান ক্যারিবিয়ানদের বিপক্ষে। আর সেটা ২-০ ব্যবধানেই।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে ৬৪ রানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগের দিন বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছেন, সফরকারীদের হোয়াইটওয়াশ করাই তাদের লক্ষ্য।

বিশ্ব সেরা অলরাউন্ডারের ভাবনা জুড়ে কেবলই জয়, 'অবশ্যই জেতার জন্য খেলব আমরা। তবে যদি ওইরকম কোনো পরিস্থিতি আসে, যখন (হার এড়াতে) ড্র করার সম্ভাবনা আছে, তখন সেটা চেষ্টা করা যেতে পারে। তবে প্রথম লক্ষ্য অবশ্যই জেতার জন্য খেলা।'

জিম্বাবুয়ের সঙ্গে গেল সিরিজে ড্র করার পর উইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে পারলে সেটা দলের জন্য বিশেষ কিছু হবে বলে মনে করছেন সাকিব, 'বাংলাদেশের জন্য স্পেশাল হবে, যদি আমরা ২-০তে জিততে পারি। আমরা ২-০তেই সিরিজ জিততে চাই। তার জন্য যা কিছু করা দরকার, যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার আমরা সেভাবেই নিচ্ছি।'

ওয়েস্ট ইন্ডিজকে অতীতে একবারই হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ২০০৯ সালে ক্যারিবিয়ানদের তাদের মাঠেই ২-০ ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। তবে সেটা ছিল খর্ব শক্তির উইন্ডিজ দল। ওই সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন সাকিব। এবারে নিয়মিত অধিনায়ক হিসেবে পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ তার দলের সামনে।

সাকিব বলেছেন, 'অবশ্যই এই সুযোগ আছে। তবে সুযোগটা কাজে লাগাতে কঠোর পরিশ্রম করতে হবে। স্বাভাবিকভাবেই ওয়েস্ট ইন্ডিজ দল আরও ভালো করার জন্য মুখিয়ে থাকবে। জেতার জন্য ওরা ওদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। জিততে হলে ওদের চেয়ে আমাদের আরও বেশি ভালো করতে হবে।'