• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

পবিত্র কাবা জিয়ারতে পগবা

  অধিকার ডেস্ক    ২৪ মে ২০১৮, ১২:২৪

পবিত্র কাবা জিয়ারত করতে সৌদি আরবের মক্কায় পগবা

রাশিয়া বিশ্বকাপ কড়া নাড়ছে দুয়ারে। এরই মধ্যে ঘোষণা হয়েছে ফ্রান্সের ২৩ সদস্যের চূড়ান্ত দল। দলে প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন পল পগবা। ফ্রেঞ্চরা বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প এখনো শুরু না করায় ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মিডফিল্ডার ছিলেন বিশ্রামে। আর সে সুযোগে বিশ্বকাপের আগে পবিত্র কাবা জিয়ারত করতে সৌদি আরবের মক্কায় গিয়েছেন পগবা।

কাবা শরীফের সামনে দাঁড়ানো অবস্থায় ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন পগবা। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, 'নিজের আমল ঠিক রাখার জন্যই মানুষ এখানে আসেন। এটি একটি সুন্দর জায়গা। সুন্দর সুন্দর সুন্দর- আর এর অনুভূতি আমি বুঝিয়ে বলতে পারব না।'

গেলো বছরও পবিত্র রমজান মাসে কাবা জিয়ারতে মক্কা গিয়েছিলেন পগবা। সেই ধারাবাহিকতা বজায় রাখলেন এবারেও। কাবা জিয়ারত শেষে ফ্রান্স দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন সাবেক জুভেন্তাস তারকা পগবা।

১৯৯৮ সালের শিরোপা জয়ী ফ্রান্স আসন্ন রাশিয়া বিশ্বকাপে খেলবে 'সি' গ্রুপে। ১৬ জুন কাজানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে তারা। গ্রুপের বাকি দলগুলো হচ্ছে ডেনমার্ক এবং পেরু।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড