• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

'আমরা তো উইন্ডিজ সফরে ‘এলিয়েন কন্ডিশনে’ খেলেছিলাম'

  অধিকার ডেস্ক    ২৬ নভেম্বর ২০১৮, ১৫:১৪

ছবি; ইন্টারনেট

অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের কথা সবার নিশ্চয়ই মনে আছে। নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৪৩ রানে অল আউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। ক্যারিবিয়দের বিপক্ষে বাংলাদেশ ওই সফরটায় খেলেছিল ‘এলিয়েন কন্ডিশনে’। এমন মন্তব্য করেছেন বাংলাদেশের কোচ স্টিভ রোডস।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জুলাইয়ের সেই সফর শেষে চলতি মাসে বাংলাদেশ সফরে এসেছে ক্যারিবিয় দল। দু'ম্যাচের টেস্ট সিরিজসহ টাইগারদের বিপক্ষে ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজও খেলবে তারা। এরই মধ্যে চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচও খেলে ফেলেছে দু'দল।

চট্টগ্রামে ৫ দিনের সেই টেস্ট ম্যাচ মাত্র আড়াই দিনেই জিতে নিয়েছে বাংলাদেশ। পুরো টেস্টে রাজত্ব ছিল টাইগার স্পিনারদের। চার ইনিংসের ৪০ উইকেটের মধ্যে ৩৪টিই নিয়েছেন দুই দলের স্পিনাররা। ম্যাচটি ৬৪ রানে জিতেছে বাংলাদেশ।

এমন ম্যাচের পরে স্বভাবতই বিস্তর আলোচনা-সমালোচনা হচ্ছে চট্টগ্রামের সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটের ব্যাপারে। পিচ নিয়ে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান কথা বলতে নারাজ। তার সাথে একমত বাংলাদেশের কোচ রোডসও।

রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রোডস। পিচ নিয়ে টাইগার কোচের ভাষ্য, মূল কথা হচ্ছে উপমহাদেশে খেলতে আসলে স্পিনের কথা মাথায় নিয়েই আসতে হবে। উদাহরণ দিতে গিয়ে কলম্বোতে চলমান শ্রীলঙ্কা-ইংল্যান্ডের টেস্টের কথা উল্লেখ করে রোডস বলেছেন, ‘দেখেন, উপমহাদেশে খেলতে আসলে আপনাকে অবশ্যই স্পিনের কথা মাথায় রেখেই আসতে হবে। এটা নতুন কিছু নয়। এখন কলম্বোতে শ্রীলংকা-ইংল্যান্ডের ম্যাচ চলছে, সেখানেও এমন স্পিনিং উইকেট দেওয়া হয়েছে। তাই এটা খুবই স্বাভাবিক।’

পিচ নিয়ে যেহেতু এত আলোচনা আর তাই টাইগার কোচ জুলাইয়ে বাংলাদেশে দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘আমি আপনাদের অ্যান্টিগা টেস্টের কথা মনে করিয়ে দিতে চাই। সে ম্যাচটা আমরা তো এলিয়েন কন্ডিশনে খেলেছিলাম। সবুজ এবং বাউন্সি উইকেট ছিল, ডিউক বল অনেক স্যুয়িং করছিল। সেটা একেবারেই আলাদা পিচ ছিল। আমার মনে হয় দুনিয়াজুড়ে ঘুরে বৈচিত্র্যময় পরিবেশে খেলার এটাই সৌন্দর্য। টের পাওয়া যায় দারুণ এই খেলাটার অনেক রকমের পথ আছে।’

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচটি হবে ঢাকা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে ৩০ নভেম্বর থেকে।

টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ দল। আগামী ৯ ডিসেম্বর প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দু'দল।

এরপর ১১ ডিসেম্বর দ্বিতীয় এবং ১৪ ডিসেম্বর সিলেটে তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। যার প্রথমটি হবে সিলেটে এবং পরের দুটি অনুষ্ঠিত হবে ঢাকায়।