• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বার্সাকে টপকে লা লিগার শীর্ষে অখ্যাত সেভিয়া

  অধিকার ডেস্ক    ২৬ নভেম্বর ২০১৮, ০৯:৫৩

সেভিয়ার হয়ে জয় সূচক গোলটি করেন আন্দ্রে সিলভা; (ছবি: সেভিয়া টুইটার)

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে সেভিয়া। দুই শিরোপা প্রত্যাশী শীর্ষ ক্লাব বার্সোলোনা ও আতলেটিকো মাদ্রিদ টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে ১৯৪৫-৪৬ মৌসুমে নিজেদের একমাত্র লিগ শিরোপাটি জেতা সেভিয়া।

রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে লা লিগার ম্যাচে ১-০ গোলের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল সেভিয়া। নিজেদের মাঠে রবিবার রাতের ম্যাচটিতে জয়ের ফলে এবারের লিগে অষ্টম জয় পেল তারা। দলে হয়ে একমাত্র গোলটি করেন আন্দ্রে সিলভা। চলতি লিগে পর্তুগিজ এই ফরোয়ার্ডের এটি অষ্টম গোল।

১৩ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে শীর্ষে ওঠা সেভিয়ার পয়েন্ট ২৬। অন্যদিকে, ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে বার্সা। আর তিন নম্বরে নেমে যাওয়া মাদ্রিদের ক্লাবটির পয়েন্ট ২৪।

রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২০!