• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইনজুরিতে রোমেরো, কপাল খুলল গুজম্যানের

  অধিকার ডেস্ক    ২৩ মে ২০১৮, ১৮:০০

নাহুয়েল গুজম্যান

বিশ্বকাপ শুরু আগেই বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। মঙ্গলবার অনুশীলনের নেমে হাঁটুতে চোট পান গোলকিপার সার্জিও রোমেরো। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেলেন তিনি। রোমেরোর জায়গায় দলে ডাক পেয়েছেন নাহুয়েল গুজম্যান। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) থেকে এই ঘোষণা আসে।

এর আগে ২৩ সদস্যের দলে জায়গা পাননি গুজম্যান। আলবিসেলেস্তে এক নম্বর গোলকিপার রোমেরোর সঙ্গে উইলি কাবায়েরো, ফ্রাঙ্কো আরমানি ডাক পান। ইনজুরিতে রোমেরোর ছিটকে যাওয়ায় ভাগ্য খুলল গুজম্যানের।

বিশ্বকাপের এবারের পুরো আসরই মিস করবেন আর্জেন্টিনা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের এই জনপ্রিয় গোলরক্ষক রোমেরো।

আর্জেন্টিনার বর্তমান গোলকিপারদের মধ্যে সবচেয়ে বেশি ৯৪টি ম্যাচ খেলেছেন রোমেরো। ৩১ বছর বয়সী অভিজ্ঞ তারকা ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের গোলবার সামলেছিলেন।

অপরদিকে দলে নতুন জায়গা পাওয়া গুজম্যান জাতীয় দলের হয়ে খেলেছেন মাত্র ৬টি ম্যাচ। ২০১৫ সালের পর মাত্র একটি, সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচে। তাকেসহ স্কোয়াডে থাকা অন্য দুই গোলরক্ষকও অভিজ্ঞতায় পিছিয়ে।

১৬ জুন রাশিয়া বিশ্বকাপে প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। গ্রুপ ডি’তে তাদের অন্য দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া এবং নাইজেরিয়া।

আর্জেন্টিনার বিশ্বকাপ দল :

গোলরক্ষক : ফ্রাঙ্কো আরমানি, উইলি কাবায়েরো, নাহুয়েল গুজম্যান।

ডিফেন্ডার : ক্রিস্তিয়ান আনসালদি, মার্কোস রোহো, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, গ্যাব্রিয়েল মারকাদো, নিকোলাস ওতামেন্দি, হাভিয়ের মাশেরানো, ফেদেরিকো ফ্যাজিও।

মিডফিল্ডার : এভার বানেগা, লুকাস বিলিয়া, এদুয়ার্দো সালভিও, ক্রিস্তিয়ান পাভন, ম্যাক্সিমিলিয়ানো মেজা, অ্যাঙ্গেল ডি মারিয়া, ম্যানুয়েল লানজিনি, জিওভানি লো সেলসো।

ফরোয়ার্ড : লিওনেল মেসি, পাওলো দিবালা, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়াইন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড