• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ৩২৪

  অধিকার ডেস্ক    ২৩ নভেম্বর ২০১৮, ১০:০৪

ছবি : ইন্টারনেট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে সব উইকেট হারিয়ে ৩২৪ রান তোলে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ স্কোর : ৩২৪/১০

৩২৪ রানে থামল বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে সকাল সকাল বাংলাদেশ শিবিরে আঘাত করেন জোমেল ওয়ারিকান। বোলিংয়ে এসে চার বলের মধ্যে বাংলাদেশের শেষ দুই উইকেট তুলে নিলেন তিনি।

নাঈম হাসানের (২৬) পর বাঁহাতি স্পিনার ফিরিয়ে দিলেন মুস্তাফিজুর রহমানকে (০)। ফলে টাইগারদের ইনিংস দাঁড়াল ৩২৪ রানে। ক্রিজে ৩৯ রানে অপরাজিত ছিলেন তাইজুল ইসলাম।

নাঈমের বিদায়ে ভাঙল জুটি

জোমেল ওয়ারিকান বাংলাদেশের শক্ত জুটিটি ভাঙলেন। নাঈম হাসানকে ফিরিয়ে দেন ২৬ রানে। তাইজুল ইসলামের সঙ্গে দলকে এগিয়ে নিচ্ছিলেন নাঈম। অভিষেক টেস্টে দলের পক্ষে দারুণই খেলেছেন তিনি।

বাঁহাতি স্পিনার ওয়ারিকানের বলটি ড্রাইভ করতে চেয়েছিলেন নাঈম। স্পিন করে বেরিয়ে যাওয়া বলে ঠিক মতো শট খেলতে পারেননি। প্রথম স্লিপে ধরা পড়েন শেই হোপের হাতে।

তাইজুল-নাঈম জুটি কত দূর যাবে?

শ্যানন গ্যাব্রিয়েলের ছোবলে ১৩ রানে চার নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে হারিয়ে এলোমেলো হয়ে পড়া বাংলাদেশের অল আউট হওয়াটা মনে হচ্ছিল সময়ের ব্যাপার। তবে লোয়ার অর্ডারের দৃঢ়তায় দিন কাটিয়ে দিয়েছে স্বাগতিকরা।

প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর ৩১৫/৮। জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা নাঈম ২৪ ও তাইজুল ৩২ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন নবম উইকেটে গড়েছেন ৫৬ রানের জুটি।

বাংলাদেশকে দ্রুত অল আউট করতে চায় উইন্ডিজ

শুরুতেই ওপেনিং জুটি ভাঙে গেলে কিছুটা শঙ্কায় পড়ে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিলে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩১৫ রান। শুরুর থাক্কা সামলে মুমিনুল একাই নিয়ে যান টাইগারদের বড় স্কোরের পথে। কিন্তু তিনিও আউট হন ১২০ রান করে। তার বিদায়ের পর সাকিব আল হাসান দলের হাল ধরেলেও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি।

ব্যর্থ মিডল অর্ডার ব্যাটসম্যানরা তেমন কিছুই করতে পারেননি। তবে নবম উইকেটে তাইজুল ইসলাম ও অভিষিক্ত নাইম হাসানের ৫৬ রানের জুটি বাংলাদেশকে তিন শতাধিক রানের সংগ্রহ এনে দিয়েছে।

তাদের প্রতিরোধ গড়ার আগে ২২২ রান থেকে ২৫৯ রানে যেতেই চার-চারটি উইকেট হারায়। এক সময় মনে হয়েছিল ৩০০ রানের আগেই গুটিয়ে যাবে বাংলাদেশ। কিন্তু তাইজুল-নাইমের প্রতিরোধের কারণে সেটা সম্ভব করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর: ৮৮ ওভারে ৩১৫/৮ (ইমরুল ৪৪, সৌম্য ০, মুমিনুল ১২০, মিঠুন ২০, সাকিব ৩৪, মুশফিক ৪, মাহমুদউল্লাহ ৩, মিরাজ ২২, নাঈম ২৪*, তাইজুল ৩২*; রোচ ১৫-২-৫৫-১, গ্যাব্রিয়েল ১৮-২-৬৯-৪, চেইস ১১-০-৪২-০, ওয়ারিক্যান ২১-৬-৬২-২, বিশু ১৫-০-৬০-১, ব্র্যাথওয়েট ৮-১-১৯-০)।