• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিজ জিতলেই টেস্ট র‍্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে উঠবে বাংলাদেশ

  অধিকার ডেস্ক    ২১ নভেম্বর ২০১৮, ১৭:০৭

বাংলাদেশ ক্রিকেট দল
অনুশীলনে বাংলাদেশের ক্রিকেটাররা; (ছবি : বিসিবি)

ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে গেল মে মাসে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের অষ্টম স্থানে উঠেছিল বাংলাদেশ। পেয়েছিল নিজেদের ইতিহাসের সেরা র‍্যাঙ্কিং অর্জনের স্বাদ। কিন্তু দুই মাস না পেরুতেই ফের নবম স্থানে নেমে যায় টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের কাছেই তাদের মাটিতে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে। ফিরতি সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হওয়ার ঠিক আগে আবারও টেস্টে ক্রিকেটে নিজেদের সেরা র‍্যাঙ্কিং হাতছানি দিয়ে ডাকছে সাকিব আল হাসানের দলকে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের দলনেতা সাকিবের কণ্ঠেও বেজেছে সেই সুর, 'আমাদের র‍্যাঙ্কিংয়ের অবস্থানটা খুব কাছাকাছি। তাই স্বাভাবিকভাবে ওরা যেমন ওদের মাঠে ভালো করেছে, আমাদের এখানে লক্ষ্য থাকবে আমরাও যেন ওরকমভাবেই ভালো করি।'

সবশেষ প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিং অনুসারে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান অষ্টম। তাদের রেটিং পয়েন্ট ৭৬। অন্যদিকে পরের স্থানে থাকা বাংলাদেশের অর্জন ৬৭ রেটিং পয়েন্ট। তবে আইসিসির র‍্যাঙ্কিং প্রেডিক্টর দিয়েছে সুখবর। দুই ম্যাচের টেস্ট সিরিজ যে কোনো ব্যবধানে জিতলেই আবার র‍্যাঙ্কিংয়ে উন্নতি হবে বাংলাদেশের। অষ্টম স্থানে উঠে আসবে স্টিভ রোডসের শিষ্যরা।

বাংলাদেশ ১-০ ব্যবধানে সিরিজ জিতলে রেটিং পয়েন্ট বেড়ে হবে ৭৩। আর উইন্ডিজের কমে দাঁড়াবে ৭২। ফলে সফরকারীদের এক ধাপ নিচে নামিয়ে দেবেন মুশফিক-মিরাজরা। আর ২-০ ব্যবধানে জিতলে তো কথাই নেই! তখন বাংলাদেশের ৭৫ রেটিং পয়েন্টের বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের হবে ৭১।

তবে সিরিজ ড্র হলে র‍্যাঙ্কিংয়ের কোনো পরিবর্তন হবে না। দুটি টেস্টই ড্র হলে দুদলের রেটিং পয়েন্টের কোনো হেরফের হবে না। তবে ১-১ সমতায় সিরিজ শেষ হলে বাংলাদেশের রেটিং বাড়বে ১ পয়েন্ট। আর ওয়েস্ট ইন্ডিজের কমবে ১ পয়েন্ট। অন্যদিকে, টাইগাররা সিরিজ হারলে দুদলের রেটিং ব্যবধানটা অনেক বেড়ে যাবে। ক্যারিবিয়ানরা ১-০ ব্যবধানে জিতলে তাদের রেটিং বেড়ে পৌঁছাবে ৭৮-এ। আর বাংলাদেশের কমে নেমে যাবে ৬৩-তে। তবে সবচেয়ে বাজে অবস্থা হবে বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজ হারলে। তখন দুদলের রেটিং পয়েন্টের ব্যবধান হবে ১৯! ওয়েস্ট ইন্ডিজের ৮০ আর বাংলাদেশের ৬১।

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে অসহায় আত্মসমর্পণের স্মৃতিটা এখনও তরতাজা বাংলাদেশের ক্রিকেটারদের মনে। দেশের মাটিতে সেই বাজে পারফরম্যান্সের পাল্টা জবাব দিতে মুখিয়ে তারা। আর সেটা করে দেখাতে পারলে সিরিজ জিতে প্রতিশোধ নেওয়া আর র‍্যাঙ্কিংয়ে উন্নতি দুটোই হবে বাংলাদেশের।