• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাকিবদের হারিয়ে সপ্তমবারের মত ফাইনালে চেন্নাই

  অধিকার ডেস্ক    ২৩ মে ২০১৮, ০৮:৪৪

আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সানরাইজার্স হায়দরাবাদকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস। প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে মঙ্গলবার রাতে মুম্বাইয়ে অনুষ্ঠিত ম্যাচে হেরেছে সাকিবরা। ম্যাচ জিতে সপ্তমবারের মত সরাসরি আইপিএলের ফাইনালে চলে গেছে ধোনির চেন্নাই। চেন্নাইয়ের হয়ে ৪২ বলে ৬৭ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দক্ষিণ আফ্রিকান ফাফ ডু প্লেসি।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে হায়দরাবাদের সংগ্রহ খুব একটা বড় ছিল না, মাত্র ৭ উইকেটে ১৩৯ রান।

মাত্র ১৪০ রানের লক্ষ্য, তবুও নড়বড়ে চেন্নাইয়ের ব্যাটিং লাইনআপ। তাড়া করতে নেমে একপর্যায়ে ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকেছে চেন্নাই। শুন্য হাতে ফিরেছেন পুরো টুর্নামেন্টে দারুণ ফর্মে থাকা শেন ওয়াটসন। পাঁচ ব্যাটসম্যান বিদায় নিয়েছেন এক অঙ্কের ঘরেই। তবে ডু প্লেসি খেলেছেন ৬৭ রানের অপরাজিত ইনিংস। মূলত তাঁর ব্যাটে ভর করেই জিতেছে চেন্নাই।

এর আগে হায়দরাবাদ ইনিংসের একদম প্রথম বলে শেখর ধাওয়ানকে (০) হারায়। শ্রীবৎস গোস্বামী (১২) চতুর্থ ওভারে সাজঘরে ফিরলে আরও চাপে পড়ে দলটি। এভাবে ৫০ রান তুলতে চলে যায় চার উইকেট। কেন উইলিয়ামসন, সাকিব আল হাসানও এদিন বেশি কিছু করতে পারেননি। উইলিয়ামসন ১৫ বলে চারটি চারে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফেরেন। সাকিব ১০ বলে দুই চারে ১২ করেন। ব্রাভোর বলে তিনিও উইকেটের পেছনে ক্যাচ দেন। শেষ দিকে ইউসুফ পাঠান মনিষ পাণ্ডে এবং ব্র্যাথওয়েটের সঙ্গে ১৯ রানের দুটি জুটি গড়েন। পাঠান ২৯ বলে ২৪ রান করেন। হায়দরাবাদের সব থেকে বড় জুটিটি আসে ইনিংসের শেষ উইকেটে। ব্র্যাথওয়েট ভুবনেশ্বর কুমার ৫১ রান করে দলকে লড়াইয়ের স্কোর গড়ে দেন।

হেরে গেলেও অবশ্য সাকিবদের ফাইনাল খেলার সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না। তাদের তাকিয়ে থাকতে হচ্ছে আগামীকাল বুধবার মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা কলকাতা নাইট রাইডার্স আর রাজস্থান রয়্যালসের মধ্যকার প্রথম এলিমিনেটর ম্যাচের দিকে। ইডেন গার্ডেনসে যে দল জিতবে তাদের বিপক্ষে দ্বিতীয় এলিমিনেটরে মাঠে নামবে হায়দরাবাদ। সে ম্যাচের জয়ী দলই চেন্নাইয়ের বিপক্ষে নামবে এবারের আইপিএলের ফাইনালে।

কোয়ালিফায়ারে ম্যাচে হেরে গেলেও অবশ্য সাকিবদের ফাইনাল খেলার সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না। তাদের তাকিয়ে থাকতে হচ্ছে আজ বুধবার মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা কলকাতা নাইট রাইডার্স আর রাজস্থান রয়্যালসের মধ্যকার প্রথম এলিমিনেটর ম্যাচের দিকে। ইডেন গার্ডেনসে যে দল জিতবে তাদের বিপক্ষে দ্বিতীয় এলিমিনেটরে মাঠে নামবে হায়দরাবাদ। সে ম্যাচের জয়ী দলই চেন্নাইয়ের বিপক্ষে নামবে এবারের আইপিএলের ফাইনালে।