• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

টি-টুয়েন্টির রাজা গেইলের আরেকটি বিশ্ব রেকর্ড

  অধিকার ডেস্ক    ২০ নভেম্বর ২০১৮, ২১:৪৬

ক্রিস গেইল-জোজি স্টার্স
এমএসএলে জোজি স্টার্সের জার্সিতে ক্রিস গেইল; (ছবি : সংগৃহীত)

ক্রিস গেইল মানেই রেকর্ডের ছড়াছড়ি। টি-টুয়েন্টির রাজা ক্যারিবিয়ান তারকার ধারে-কাছেও নেই কেউ। সেই গেইল এবার দারুণ এক রেকর্ডে নাম লেখালেন। টি-টুয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ ১০টি আলাদা লিগে খেলা একমাত্র ক্রিকেটার হওয়ার অনন্য কীর্তি গড়লেন এই ব্যাটিং দানব।

বর্তমানে বাঁহাতি গেইল দক্ষিণ আফ্রিকার নতুন শুরু হওয়া এমজানসি সুপার লিগে (এমএসএল) জোজি স্টার্সের জার্সিতে খেলছেন। ছয়টি দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতায় ব্যাট হাতে মাঠে নামার মধ্য দিয়ে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ১০টি আলাদা টি-টুয়েন্টি লিগে খেলার রেকর্ড গড়লেন তিনি।

নতুন এই লিগে ক্লাবের হয়ে প্রথম ম্যাচে গেইল ৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে ১৯ বলে করেন ২৩ রান। অবশ্য প্রথম ম্যাচে নেলসন মেন্ডেলা বে জায়ান্টসের কাছে ৫ উইকেটে হেরে গেছে তার দল জোজি।

এখন পর্যন্ত গেইলের খেলা টি-টুয়েন্টি লিগগুলো হলো :

বাংলাদেশ প্রিমিয়ার লিগ : (বরিশাল বুলস, ঢাকা গ্ল্যাডিয়েটর্স, চিটাগাং ভাইকিংস এবং রংপুর রাইডার্স);

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ : (কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরু এবং কিংস ইলেভেন পাঞ্জাব);

বিগ ব্যাশ লিগ : (সিডনি থান্ডার্স এবং মেলবোর্ন রেনেগেডস);

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ : (জ্যামাইকা তালাওয়াহস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস);

পাকিস্তান সুপার লিগ : (লাহোর কালান্দার্স এবং করাচি কিংস);

আফগানিস্তান প্রিমিয়ার লিগ : (বালখ লিজেন্ডস);

রাম স্ল্যাম টি-টুয়েন্টি : (হাইভেল্ট লায়ন্স);

ভাইটালিটি ব্লাস্ট : (সমারসেট);

গ্লোবাল টি-টুয়েন্টি কানাডা : (ভ্যাঙ্কুবার নাইটস) ও

এমজানসি সুপার লিগ : (জোজি স্টার্স)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড