• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পিএসএলে লাহোরের হয়ে খেলবেন ডি ভিলিয়ার্স

  অধিকার ডেস্ক    ২০ নভেম্বর ২০১৮, ২১:১৪

এবি ডি ভিলিয়ার্স
দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স; (ছবি : সংগৃহীত)

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন চতুর্থ আসরে টি-টুয়েন্টির বড় মাছ শিকার করেছে লাহোর কালান্দার্স। আগামী ২০১৯ সালের আসরে লাহোরের জার্সিতে মাঠ মাতাবেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।

মঙ্গলবার ইসলামাবাদে পিএসএলের চতুর্থ আসরের প্লেয়ার্স ড্রাফটে 'প্লাটিনাম ক্যাটাগরি' থেকে 'মিস্টার ৩৬০ ডিগ্রি' খ্যাত ডি ভিলিয়ার্সকে দলে নিয়েছে দলটি। একই দলে খেলবেন পাকিস্তানের দুই তারকা মোহাম্মদ হাফিজ ও উমর আকমল।

এছাড়া 'ডায়মন্ড ক্যাটাগরি'তে নিউজিল্যান্ডের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন ও ওয়েস্ট ইন্ডিজের টি-টুয়েন্টি অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটের মতো মারকুটে ব্যাটসম্যানদের দলে ভিড়িয়েছে দলটি। আর প্রথম নেপালি ক্রিকেটার হিসেবে লাহোরের হয়ে পিএসএল খেলার সুযোগ মিলেছে তরুণ লেগ স্পিনার সন্দীপ লামিচানের।

আগামী বছর ১৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে পিএসএলের চতুর্থ আসর। এবারের আসরের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের মাটিতে। ভেন্যু হিসেবে রাখা হয়েছে দুবাই, শারজাহ, করাচি ও লাহোরকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড