• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাকিব ফেরায় দারুণ খুশি কোচ

  অধিকার ডেস্ক    ১৮ নভেম্বর ২০১৮, ২১:২৫

সাকিব আল হাসান
সাকিব আল হাসান; (ছবি : ক্রিকইনফো)

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন প্রথম টেস্টের বাংলাদেশ দলে ফিরেছেন সাকিব আল হাসান। চোট কাটিয়ে নিয়মিত অধিনায়কের ফেরা টাইগারদের জন্য খুশির সংবাদ তো বটেই, বাংলাদেশ কোচ স্টিভ রোডসও দারুণ স্বস্তি পেয়েছেন প্রিয় শিষ্যকে দলে পেয়ে।

বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিবের প্রতি নিজের আস্থার কথা আগেও জানিয়েছেন রোডস। ক্যারিবিয়ানদের বিপক্ষে তাকে পেয়ে উচ্ছ্বসিত সাবেক এই ইংলিশ ক্রিকেটার। রবিবার জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'তাকে ফিরে পাওয়াটা দারুণ কিছু। সাকিব একজন দক্ষ ট্যাকটিশিয়ান। তবে মাহমুদউল্লাহ রিয়াদ (ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে) মিরপুর টেস্টে ভালো করেছেন। কিন্তু সাকিবের মানসিক শক্তি, বিচক্ষণতা ও তার সচেতনতা বাংলাদেশের সফলতার জন্য খুব গুরুত্বপূর্ণ।'

তিনি যোগ করেছেন, 'আমরা তাকে দলে সাদরে স্বাগতম জানাই। এই মুহূর্তে তার আঙুলের অবস্থা বেশ ভালো। আজ (রবিবার) নেটে প্রায় ৪৫ মিনিট টানা ব্যাটিং করেছেন তিনি। তাই এখন সবকিছু ভালো যাচ্ছে বলে মনে হচ্ছে।'

আগামী ২২ নভেম্বর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। পরের ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৩০ নভেম্বর ঢাকায়।