• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে তেমন উদ্বেগ নেই : রোডস

  অধিকার ডেস্ক    ১৮ নভেম্বর ২০১৮, ২০:৫২

স্টিভ রোডস
বাংলাদেশের কোচ স্টিভ রোডস; (ছবি : সংগৃহীত)

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সিলেটে ধরাশায়ী হয়েছিল বাংলাদেশ। ঢাকায় পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করেছিল তারা। সহজ প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে এমন ফলে ক্রিকেটপ্রেমীরা হতাশ হলেও টাইগার প্রধান কোচ স্টিভ রোডস জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ নিয়ে কোনো দুশ্চিন্তায় নেই তিনি। পাশাপাশি জিম্বাবুয়ে সিরিজের ফলকে ক্যারিবিয়ান চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি হিসেবে দেখছেন তিনি।

জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে রবিবার রোডস বলেছেন, 'আমি মনে করি সিলেট ও মিরপুর টেস্টে জিম্বাবুয়ে আমাদের শেষ পর্যন্ত লড়াই করতে বাধ্য করেছে। সিরিজের ফল ও হাড্ডাহাড্ডি লড়াই দেখে অনেকে হয়তো অবাক হয়েছেন। কিন্তু আমি মনে করি এমন ফল উইন্ডিজের বিপক্ষে সিরিজে খুব সাহায্য করবে যারা কি না আমাদের জন্য কঠিন প্রতিপক্ষ। তাদেরকে মোকাবেলা করার আগে আমাদের কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের দরকার ছিল। জিম্বাবুয়ে সেই সুযোগটা আমাদের করে দিয়েছিল।'

তিনি যোগ করেছেন, 'আমি মিরপুর টেস্টের ফল নিয়ে খুব খুশি হয়েছিলাম। কিন্তু আপনারা জানেন, আমরা ১-১ সমতায় সিরিজ শেষ করার চেয়ে বেশি কিছু চেয়েছিলাম। যখন আমরা প্রথম টেস্টটা হেরে গিয়েছিলাম, তখন আমাদের এটা নিশ্চিত করতেই হতো যে, অন্তত যেন সিরিজ ড্র করতে পারি।'

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। তারকা ওপেনার তামিম ইকবাল না থাকলেও চোট থেকে সেরে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ফলে রোডসের দলের শক্তি আগের চেয়ে বেড়েছে। আর তার গলায়ও আত্মবিশ্বাসের সুর, 'পুরোপুরি সততার সঙ্গে বলছি, আমাদের তেমন কোনো উদ্বেগের বিষয় নেই। আমরা উইন্ডিজকে মোকাবেলা করার অপেক্ষায় আছি।'

দুদলের মধ্যকার সবশেষ সিরিজে স্বাগতিক ছিল ক্যারিবিয়ানরা। সেই সিরিজে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল জেসন হোল্ডারের দল। কিন্তু এবার চোটের কারণে তিনি দলে নেই। তবে প্রতিপক্ষের শক্তির প্রতি রোডসের শ্রদ্ধা তাতে কমছে না, 'তারা অসাধারণ প্রতিপক্ষ। গেল জুলাইতে আমরা সেটার পরিচয় পেয়েছি। কিন্তু বাংলাদেশে কন্ডিশন আলাদা। সুতরাং আশা করছি, আমরা ভালো খেলব। তাদের কিছু চোট সমস্যা রয়েছে। অধিনায়ক হোল্ডার নেই। আমাদেরও তামিম খেলছেন না। তাকে শুভ কামনা জানাই। তিনি যত দ্রুত সম্ভব যেন ফিরে আসেন। সিরিজে দারুণ একটা প্রতিদ্বন্দ্বিতা হবে।'