• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাওয়েল-হোপের ফিফটির পর বিসিবি একাদশের বোলিং নৈপুণ্য

  অধিকার ডেস্ক    ১৮ নভেম্বর ২০১৮, ১৮:১৫

ওয়েস্ট ইন্ডিজ-বিসিবি একাদশ
চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ-বিসিবি একাদশের মধ্যকার প্রস্তুতি ম্যাচ; (ছবি : ফেসবুক)

ফর্মে থাকা শাই হোপ ফিফটি করে গেলেন স্বেচ্ছা আহত অবসরে। এরপর আরেক হাফসেঞ্চুরিয়ান কিয়েরান পাওয়েলকে আউট হয়ে ফিরলে ম্যাচে ফেরে বিসিবি একাদশ। অনভিজ্ঞ বোলিং লাইনআপ নিয়েও প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে উইন্ডিজের ব্যাটসম্যানদের সঙ্গে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করল স্বাগতিকরা।

আলোকস্বল্পতায় খেলা শেষ হওয়ার আগে রবিবার টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩০৩ রান তুলল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দলের নয় ব্যাটসম্যানের একজন বাদে সবাই পেলেন দুই অঙ্কের ছোঁয়া। তবে ফিফটির স্বাদ নিলেন কেবল পাওয়েল ও হোপ। দ্বিতীয় উইকেটে তাদের দারুণ জুটিতে মূলত তিনশ ছাড়ানো সংগ্রহের ভিত পায় দলটি। দলের পক্ষে হোপ সর্বোচ্চ ৮৮ রান করেন। পাওয়েলের ব্যাট থেকে আসে ৭২ রান।

দিনের শুরুতে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে দ্রুত ফিরিয়ে দেন শফিউল ইসলাম। এরপর পাওয়েল-হোপের বড় জুটি। তারা মাঠ ছাড়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। পাওয়েলকে আউট করেন ফজলে মাহমুদ রাব্বি। মিডল অর্ডারের সুনিল আমব্রিস ও শিমরন হেটমায়ার পরপর শিকার হন অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ অফ স্পিনার নাঈম হাসানের।

বিকালের শেষ ঘণ্টায় শেন ডাওরিচকে সাজঘরে ফেরান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ফেরা সৌম্য সরকার। বিসিবি একাদশের অধিনায়ক রুবেল হোসেন উইকেটের দেখা পান প্রথম দিনের খেলা শেষ হওয়ার কিছু আগে। তিনি লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন রোস্টন চেজকে।

আগামীকাল সোমবার প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ও শেষ দিনের খেলা অনুষ্ঠিত হবে। এরপর আগামী ২২ নভেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর :

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ৩০৩/৬ (৮৬.৩ ওভারে) (ব্র্যাথওয়েট ৬, পাওয়েল ৭২, হোপ ৮৮ আহত অবসর, আমব্রিস ১৭, চেজ ৩৫, হেটমায়ার ২৪, ডাওরিচ ২৪, রেইফার ১৪*, কিমো ১৮; শফিউল ১/২৩, রুবেল ১/৪০, এবাদাত ০/৩৬, রবিউল ০/২১, নাঈম ২/১০৪, রিশাদ ০/৫৫, ফজলে ১/১১, সৌম্য ১/১০)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড