• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশ ক্রিকেট লিগের চূড়ান্ত সূচি

  অধিকার ডেস্ক    ১৮ নভেম্বর ২০১৮, ১৫:৩৯

বাংলাদেশ, বাংলাদেশ ক্রিকেট লিগ
বাংলাদেশ ক্রিকেট লিগের গতবারের চ্যাম্পিয়ন; (ছবি; টুইটার)

আগামী ২১ নভেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) এবারের আসর। এর আগে শনিবার দেশের হোম অব ক্রিকেট শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো হয়ে গিয়েছে বিসিএলের প্লেয়ার্স ড্রাফট। জাতীয় ক্রিকেট লিগের সেরা পারফর্মারদের মধ্যে ৮০ জনকে নিয়ে গড়া হয়েছে ৪ দল।

ওয়ালটন সেন্ট্রাল জোন, প্রাইম ব্যাংক সাউথ জোন, ইসলামী ব্যাংক ইস্ট জোন ও বিসিবি নর্থ জোন- এই চার দলে মোট ২০ জন করে খেলোয়াড় ভাগ করে নিয়েছে দলগুলো। গত আসর থেকে সর্বোচ্চ ছয়জন খেলোয়াড় রিটেইন করতে পেরেছে তারা।

এবার আসর মাঠে গড়াবে মোট পাঁচটি ভেন্যুতে। খেলা হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) অংশ নেওয়া চারটি দল হলো, প্রাইম ব্যাংক সাউথ জোন, বিসিবি নর্থ জোন, ইসলামী ব্যাংক ইস্ট জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন।

বাংলাদেশ ক্রিকেট লিগের পূর্ণাঙ্গ সূচি :

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড