• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

কোনো দলেই ঠাঁই হয়নি আশরাফুলের

  অধিকার ডেস্ক    ১৮ নভেম্বর ২০১৮, ১৩:৩৬

মোহাম্মদ আশরাফুল
মোহাম্মদ আশরাফুল; (ছবি: টুইটার)

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) কোনো দলই মোহাম্মদ আশরাফুলকে নিতে আগ্রহ প্রকাশ করেনি। গত আগস্ট মাসে সব ধরনের নিষেধাজ্ঞা কেটে যাওয়ার পরে আশরাফুলের একমাত্র লক্ষ্য ও স্বপ্ন ছিল জাতীয় দলে ফেরা। কিন্তু সে স্বপ্ন অধরাই থেকে গেল!

আগামী ২১ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এবারের আসরের পর্দা উঠতে যাচ্ছে। ক্রিকেটের জনপ্রিয় এই আসরটি এবার ভিন্ন আঙ্গিকে মাঠে গড়াচ্ছে।

এরই মধ্যে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে নিজেদের গুছিয়ে নিয়েছে চারটি দল। গতবার দলগুলোর হয়ে খেলা ক্রিকেটারদের মধ্যে ৬ জনকে রিটেইন করার সুযোগ পেয়েছে দলগুলো। এবারের আসরে অন্য অঞ্চলের ক্রিকেটারদেরও দলে ভেড়ানোর সুযোগ পেয়েছে দলগুলো।

প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে। সেখান থেকে দলগুলো নিজেদের পছন্দের ক্রিকেটারদের দলে নিয়েছে।

বিসিএলের গত আসরে ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে খেলেছিলেন আশরাফুল। কিন্তু এবার তাকে ছেড়ে দিয়েছে তারা। প্লেয়ার্স ড্রাফটে অন্য কোনো দলও নেয়নি তাকে।

বিসিএলের চলতি আসরে কোন দলে কারা আছেন?

ওয়ালটন সেন্ট্রাল জোন : সাদমান ইসলাম, আবু হায়দার রনি, শুভাগত হোম, তাইবুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মার্শাল আইয়ুব, নাজমুল হোসেন শান্ত, রবিউল হক, আব্দুল মজিদ, শহীদুল ইসলাম, জাকের আলী, আরাফাত সানী, মোসাদ্দেক হোসেন, সালাউদ্দিন শাকিল, সাইফ হাসান, শরীফউল্লাহ, ইয়াসিন আরাফাত, লিটন দাশ, জাবিদ হোসেন ও তাসকিন আহমেদ।

প্রাইম ব্যাংক সাউথ জোন : তুষার ইমরান, এনামুল হক বিজয়, শাহরিয়ার নাফিস, আল-আমিন হোসেন, কাজী নুরুল হাসান, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, রকিবুল হাসান, কামরুল হাসান রাব্বী, আল-আমিন, নাহিদুল ইসলাম, ফজলে মাহমুদ, মেহেদী হাসান, সাজেদুল ইসলাম, মনির হোসেন, সালমান হোসেন, দেলোয়ার হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন ও মেহেদী মারুফ।

ইসলামী ব্যাংক ইস্ট জোন : মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক, খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী, জাকির হাসান, আফিফ হোসেন, ফরহাদ রেজা, রনি তালুকদার, শামসুর রহমান, ইয়াসির আলী, তাসামুল হক, এনামুল হক জুনিয়র, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, মাহমুদুল হাসান, সাদিকুর রহমান, ইরফান হোসেন, তাইজুল ইসলাম, নাঈম হাসান ও ইমরুল কায়েস।

বিসিবি নর্থ জোন : জহুরুল ইসলাম অমি, জুনায়েদ সিদ্দীক, ফরহাদ হোসেন, নাঈম ইসলাম, শুভাশিষ রায়, মিজানুর রহমান, সানজামুল ইসলাম, জিয়াউর রহমান, শরীফুল ইসলাম, সাব্বির রহমান, ধীমান ঘোষ, তানবীর হায়দার, সোহাগ গাজী, মোহর শেখ, ইবাদত হোসেন, তানবীর ইসলাম, মুক্তার আলী, আরিফুল হক ও তৌহিদ হৃদয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড