• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাশিয়ার বিপক্ষে জার্মানির সহজ জয়

  অধিকার ডেস্ক    ১৬ নভেম্বর ২০১৮, ১২:৫৫

জার্মানি ফুটবল দল
জার্মানি ফুটবল দল; (ছবি : জার্মানি ফুটবল টুইটার)

জার্মানির জার্সিতে প্রথম গোল পেলেন দুরন্ত ফর্মে থাকা লেরয় সানে। অভিষেক আন্তর্জাতিক গোল করলেন ফরোয়ার্ড সার্জ গ্যানাব্রিও। তাতে নিজেদের মাঠে ২০১৮ বিশ্বকাপের আয়োজক রাশিয়াকে উড়িয়ে দিল জার্মানি।

টানা দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেল চার বারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। বৃহস্পতিবার রাতে লিপজিগের রেড বুল অ্যারেনায় প্রীতি ম্যাচে রাশিয়াকে ৩-০ গোলে হারাল তারা। ডাই ম্যানশ্যাফটদের পক্ষে বাকি গোলটি করেন ডিফেন্ডার নিকলাস সুলে।

প্রথমার্ধে ম্যাচের ৪০ মিনিটের মধ্যে তিন গোল আদায় করে নেয় জার্মানরা। দ্বিতীয়ার্ধে ব্যবধান আর বাড়াতে না পারলেও ম্যাচের লাগাম হাতে রেখেছিল তারা। নিজেদের গোলপোস্ট অক্ষত রেখে মাঠ ছাড়ে জোয়াকিম লোর শিষ্যরা।

ম্যাচের অষ্টম মিনিটে বায়ার্ন মিউনিখের গ্যানাব্রির দক্ষতায় ডি-বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে যান ম্যানচেস্টার সিটির তারকা সানে। ডান পায়ের শটে রাশিয়ান গোলরক্ষককে অনায়াসে পরাস্ত করেন ২২ বছর বয়সী উইঙ্গার।

২৫তম মিনিটে জশুয়া কিমিচের কর্নার চেলসির ডিফেন্ডার অ্যান্টোনিয়ো রুডিগার হেড করলে বল গিয়ে জমা পড়ে সুলের পায়ে। লক্ষ্যভেদ করতে ভুল করেননি এই বায়ার্ন তারকা।

বিরতির পাঁচ মিনিট আগে জার্মানির জয় নিশ্চিত করে ফেলেন গ্যানাব্রি। প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে কাই হাভার্টজের বাড়ানো অসাধারণ পাসে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়ান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড