• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাহমুদউল্লাহ সঙ্গে নতুন নজির স্থাপন মিরাজের

  অধিকার ডেস্ক    ১৪ নভেম্বর ২০১৮, ১৫:৫১

বাংলাদেশ, জিম্বাবুয়ে
সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ সঙ্গে সেজদায় মিরাজ; (ছবি: ইন্টারনেট)

মাহমুদউল্লাহ রিয়াদের শতকের ওপর ভর করে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে পাহাড় সমান লক্ষ্য দাঁড় করেছে স্বাগতিক বাংলাদেশ। দীর্ঘ আট বছর পর সেঞ্চুরির দেখা পেয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক। শতরান করার পরপরই রিয়াদকে মাঠে সেজদাহ করতে দেখা যায়। উদযাপনের সময় সেজদাহ দিয়ে আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেন। তখন ক্রিজে থাকা অপর ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজকেও একসাথে সেজদাহ দিতে দেখা যায়! ইতোমধ্যে এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রথম ইনিংসে ২১৮ রানের লিড নেয়ার পরে দ্বিতীয় ইনিংসে মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ২২৪ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসের ৫৪তম ওভারের শেষ বলে দুই রান নিয়েই নিজের সেঞ্চুরি পূরণ করেন মাহমুদউল্লাহ।

সফরকারীদের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরির পরে সেঞ্চুরিয়ানের সাথে সেজদাহ দেন মিরাজও। মিরপুরের গ্যালারিতে উপস্থিত দর্শকদের সামনে নতুন এই নজির স্থাপন করেন দুজন।

৪৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এখন পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৫৫ রান তুলেছে জিম্বাবুয়ে।