• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে মেয়েরা

  অধিকার ডেস্ক    ১০ নভেম্বর ২০১৮, ২১:৫৫

বাংলাদেশ নারী ফুটবল দল
অনুশীলনে বাংলাদেশ নারী ফুটবল দল; (ছবি : সংগৃহীত)

২০২০ টোকিও অলিম্পিকের নারী ফুটবলের বাছাই পর্বের প্রথম রাউন্ডে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাই বাজে শুরুর পর ঘুরে দাঁড়াতে বেশ প্রত্যয়ী সাবিনা-কৃষ্ণারা।

বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ এশিয়ার সবচেয়ে কঠিন দল প্রতিবেশী দেশ ভারত। প্রতিপক্ষ চেনা হওয়ায় কিছুটা আত্মবিশ্বাস পেতেই পারে বাংলার মেয়েরা। খেলাটি শুরু হবে আগামীকাল রবিবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।

আসরের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ এখনও শেষ হয়ে যায়নি বাংলাদেশের। বাছাই পর্বের চার গ্রুপের সেরা চার দলের সঙ্গে সেরা দুটি রানার্সআপ দলও উঠবে দ্বিতীয় রাউন্ডে। অবশ্য সেই পর্যন্ত পৌঁছাতে হলে ভারতের বিপক্ষে জয় পেতে হবে বাংলাদেশকে।

ভারতের বিপক্ষের ম্যাচে নিজেদের সেরাটা দিয়েই খেলতে চায় নারীরা। প্রতিপক্ষ যতই কঠিন হোক না কেন মাঠে নামার আগেই হার মানতে নারাজ কোচ গোলাম রব্বানী ছোটন।

তবে ম্যাচটি যে কঠিন হবে বাংলাদেশের জন্য তা ভালোই জানা আছে কোচ ছোটনের, ‘নিঃসন্দেহে ভারত দক্ষিণ এশিয়ার সেরা দল। তবে আমরাও আমাদের সেরাটা দিয়েই খেলব।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড