• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ১৮ বছর

  অধিকার ডেস্ক    ১০ নভেম্বর ২০১৮, ১২:৪৪

টেস্ট ক্রিকেটে ১৮ বছর পার করেছে বাংলাদেশ। এই পথচলার শুরুটা হয়েছিল ২০০০ সালের ১০ নভেম্বর। বাংলাদেশের জন্য দিনটি এই ছিল গর্বের। কারণ এদিন বাংলাদেশ তাদের প্রথম টেস্ট ম্যাচ খেলে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত।

তখনকার বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরীর হাত ধরে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস অর্জন করে। টাইগারদের প্রথম টেস্ট ম্যাচের অধিনায়ক ছিলেন নাঈমুর রহমান দুর্জয়।

ভারতের সঙ্গে বাংলাদেশের অভিষেক টেস্টে বুলবুলের সেঞ্চুরি (২০০০ সাল)

১৮ বছরের টেস্ট খেলা বাংলাদেশ এখন পর্যন্ত ১০৯টি টেস্ট ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় এসেছে ১০ ম্যাচে। হার হয়েছে ৮৩টিতে! আর ড্র করেছে ১৬ ম্যাচে। দেশের মাটিতে ছয়টি ও দেশের বাইরে চারটি টেস্ট জিতেছে বাংলাদেশ। প্রথম টেস্ট খেলার পাঁচ বছর পর ২০০৫ সালে চট্টগ্রামের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট জিতে বাংলাদেশ।

টেস্টে বাংলাদেশ দলের সবচেয়ে বড় জয় (রানের ব্যবধানে) ২২৬ রান, প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০০৫ সাল চট্টগ্রামে। সবচেয়ে বড় জয় (উইকেটের ব্যবধানে) ৪ উইকেটে, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ২০০৯ সাল, গ্রানাডা। সবচেয়ে বেশি টেস্ট ৬১টি মোহাম্মদ আশরাফুল। সবচেয়ে বেশি রান ৪০৪৯, তামিম ইকবাল। সবচেয়ে বেশি সেঞ্চুরিও তামিমের, ৮টি।

২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট জয়

সাদা পোশাকে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি আমিনুল ইসলাম বুলবুল, ১৪৫ রান, ভারতের বিপক্ষে ২০০০ সালে ঢাকায়। অভিষেক টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রান ২১৭ সাকিব আল হাসান, প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ভেন্যু ওয়েলিংটন ২০১৭। সবচেয়ে বেশি উইকেট ১৯৬, সাকিব।

দেশকে সবচেয়ে বেশি টেস্টে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম (৩৪টি)। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ ম্যাচে অধিনায়কত্ব করেছেন হাবিবুল বাশার। সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম (৬৩টি)।

শ্রীলঙ্কার বিপক্ষে আশরাফুলের প্রথম সেঞ্চুরি

৫- ৫ বার টেস্ট ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। যা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। সাকিবের পরে তিনবার করে ম্যাচসেরা হয়েছেন মুশফিকুর ও আশরাফুল। এমনকি তিনবার সিরিজ সেরাও হন সাকিব। এটিও বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত কেউই সিরিজ সেরা হতে পারেননি।

একদিনের ও টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ সমীহ জাগানো অবস্থানে যেতে পারলেও টেস্টে এখনও তা পুরোপুরি সম্ভব হয়নি৷ তবে টেস্টে দল এখন এগিয়ে যাচ্ছে। হয়ত সঠিক পথেই রয়েছে টাইগাররা। সাফল্য ধরা দেবে একদিন তাই কামনা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড