• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

লজ্জার হারে শুরু বাংলাদেশের

  অধিকার ডেস্ক    ১০ নভেম্বর ২০১৮, ১০:১৬

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল; (ছবি: আইসিসি টুইটার)

বোলিং, ফিল্ডিং দুটিই ছিল অসাধারণ। কিন্তু ব্যাটিং এতটাই বাজে হলো যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অল্প হারের লক্ষ্যে পেয়েও জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা। হতশ্রী ব্যাটিংয়ের ফলে ওয়ার্ল্ড টি-টুয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন রানের লজ্জাও পেতে হল তাদের।

বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিকদের মাঠে টসে হেরে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১০৬ রান সংগ্রহ করে ক্যারিবিয় নারী ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলকে হারানোর দারুণ এক সম্ভাবনা ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ১০৭ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে করেছে মাত্র ৪৬ রান। নারীদের বিশ্বকাপে এটি বাংলাদেশের সর্বনিম্ন রান।

বাংলাদেশের পরবর্তী তিন ম্যাচ ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ১৩, ১৫ ও ১৯ নভেম্বর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১০৬/৮

বাংলাদেশ: ১৪.৪ ওভারে ৪৬

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৬০ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: ডিয়েন্ড্রা ডটিন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড