• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

১২ ওয়ানডে হারের পর জিতল পাকিস্তান

  অধিকার ডেস্ক    ১০ নভেম্বর ২০১৮, ০৯:৫৮

পাকিস্তান
উল্লাসে পাকিস্তান বোলাররা; (ছবি:আইসিসি টুইটার)

দীর্ঘ চার বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে হারের বৃত্ত থেকে বের হলো পাকিস্তান। শুক্রবার আবু ধাবিতে স্বাগতিক পাকিস্তান কিউইদের হারিয়েছে ৬ উইকেটে। অসাধারণ বোলিংয়ের পর টপ অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতা আনল সরফরাজ আহমেদের দল।

২০১৪ সালের ১৪ ডিসেম্বর শেষ নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছিল পাকিস্তান। এর পর ১২ ওয়ানডে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবার জয়ের মুখ দেখল পাকিস্তান।

পাকিস্তানের সঙ্গে টস জিতে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২০৯ রান তুলে নিউজিল্যান্ড। ২১০ রানের জবাবে ব্যাট করতে নেমে অনেকটা হেসে খেলে জিতেছে পাকিস্তান। স্বাগতিকদের হয়ে ৮৮ রানের বড় ইনিংস খেলেন ফখর জামান। এছাড়াও বাবর আজমের ব্যাট থেকে আসে ৪৬ রান।

শাহীন শাহ আফ্রিদি পেয়েছেন ৪ উইকেট

এর আগে ব্যাট করতে নেমে সফরকারী নিউজিল্যান্ড দ্রুত উইকেট হারিয়ে অল্পরানে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে। দলের হয়ে একা লড়ে যান রস টেলর। তার ৮৬ রানের ইনিংসে লড়াকু সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ১২০ বলে ৩ চার ও ১ ছক্কায় ৮৬ রান করেন টেলর। এছাড়া মার্ক নিকলস ৬৩ বলে করেন ৩৩ রান।

বল হাতে পাকিস্তানের হয়ে শাহীন শাহ আফ্রিদি ৯ ওভারে ৩৮ রানে পেয়েছেন ৪ উইকেট। ২টি উইকেট পেয়েছেন হাসান আলী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড