• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নাটকীয় জয়ে রেকর্ড হারের বৃত্ত ভাঙল অস্ট্রেলিয়া

  অধিকার ডেস্ক    ০৯ নভেম্বর ২০১৮, ১৮:৩০

অস্ট্রেলিয়া ক্রিকেট দল
টানা ৭ ম্যাচ হারের পর ওয়ানডে জিতল অস্ট্রেলিয়া; (ছবি : টুইটার)

প্রবল পরাক্রমশালী অস্ট্রেলিয়ার ওপর শনির দশাই চলছিল! নইলে টানা ৭ ওয়ানডেতে হার! সীমিত ওভারের ক্রিকেটে নিজেদের সবচেয়ে বাজে ইতিহাসটাকে আর এগোতে দেয়নি অজিরা। নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে কাঙ্ক্ষিত জয়ের স্বাদ পেয়েছে তারা। পাশাপাশি তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে অ্যারন ফিঞ্চের দল।

শুক্রবার অ্যাডিলেডে ব্যাটে-বলে একক নৈপুণ্য দেখাতে পারেননি অজিদের কোনো ক্রিকেটার। তিন ব্যাটার পেয়েছেন চল্লিশোর্ধ্ব রান। তিন বোলার পেয়েছেন একের বেশি উইকেট। দলের সবার সম্মিলিত প্রচেষ্টায় জেতা ম্যাচে তাই সেরার পুরস্কারটা পেয়েছেন দারুণ অধিনায়কত্ব করা ফিঞ্চ।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে সফরকারীদের বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়ার পথেই ছিল অস্ট্রেলিয়া। কিন্তু কাগিসো রাবাদা, মার্কাস স্টয়িনিস ও ডেল স্টেইনদের নিয়ে গড়া দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ দারুণভাবে ঘুরে দাঁড়ালে ৯ বল বাকি থাকিতেই তাদের ইনিংস গুটিয়ে যায় ২৩১ রানে। শেষ ৬ উইকেট তারা হারায় মাত্র ৬৫ রানে।

সহজ লক্ষ্য তাড়ায় এক পর্যায়ে ২৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৪১ রান। কিন্তু দলনেতা ফ্যাফ ডু প্লেসি আউট হওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ইনিংস। শেষদিকে এনগিডি ও ইমরান তাহির মিলে ম্যাচ জমিয়ে তুললেও জয় তুলে নিয়েই মাঠ ছেড়েছে স্বাগতিকরা।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামী রবিবার, হোবার্টে।

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া : ২৩১ (৪৮.৩ ওভারে) (ফিঞ্চ ৪১, হেড ৮, মার্শ ২২, লিন ৪৪, ক্যারি ৪৭, ম্যাক্সওয়েল ১৫, স্টয়িনিস ২, কামিন্স ৩, স্টার্ক ৬, জাম্পা ২২, হ্যাজেলউড ১০*; স্টেইন ২/৩১, এনগিডি ১/৬৭, রাবাদা ৪/৫৪, প্রিটোরিয়াস ৩/৩২, তাহির ০/৩৮)

দক্ষিণ আফ্রিকা : ২২৪/৯ (৫০ ওভারে) (ডি কক ৯, হেন্ড্রিকস ১৬, মার্করাম ১৯, ডু প্লেসি ৪৭, ক্লাসেন ১৪, মিলার ৫১, প্রিটোরিয়াস ১৪, স্টেইন ৩, রাবাদা ৯, এনগিডি ১৯*, তাহির ১১*; স্টার্ক ২/৫১, হ্যাজেলউড ২/৪২, কামিন্স ১/২৭, জাম্পা ০/৫৭, স্টয়িনিস ৩/৩৫, ম্যাক্সওয়েল ০/১১)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড