• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রধানমন্ত্রীর উপহার : কিশোরদের প্রত্যেকে পেলেন ৪ লাখ টাকা

  অধিকার ডেস্ক    ০৮ নভেম্বর ২০১৮, ২৩:৫৪

কিশোর ফুটবলারদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা
সাফ শিরোপা জয়ী কিশোর ফুটবলারদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা; (ছবি : সংগৃহীত)

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী কিশোর ফুটবলারদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্ব ঘোষিত সময়ে বৃহস্পতিবার গণভবনে দক্ষিণ এশিয়া জয় করে আসা কিশোরদের এই সংবর্ধনা দেন তিনি।

সংবর্ধনায় সাফ জয় করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের ২৩ খেলোয়াড়ের প্রত্যেকের হাতে ৪ লাখ টাকার চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও বয়সভিত্তিক এই দলের কোচ ও অফিসিয়ালদের ২ লাখ টাকার চেক দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা।

এ সময় প্রধানমন্ত্রী কিশোর ফুটবলারদের রাতের খাবার খাইয়েছেন। সেই সঙ্গে আগামীতে যেন তারা আরও ভালো করতে পারে সেই সাহস যুগিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, গেল ৩ অক্টোবর ফাইনালে নেপালের আনফা কমপ্লেক্স মাঠে টাইব্রেকারে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশ। সেই সুবাদেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছিল কিশোর ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড