• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অলিম্পিক বাছাইয়ে হার দিয়ে শুরু বাংলাদেশের

  অধিকার ডেস্ক    ০৮ নভেম্বর ২০১৮, ২০:৫১

বাংলাদেশ নারী ফুটবল দল
অলিম্পিক বাছাইপর্বের খেলায় মিয়ানমারের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ; (ছবি : ফেসবুক)

আগামী ২০২০ টোকিও অলিম্পিক গেমসের নারী ফুটবলের বাছাই পর্বের প্রথম রাউন্ডে হার দিয়ে শুরু করল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে মিয়ানমারের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরে গেছে সাবিনা-মারিয়ারা।

বৃহস্পতিবার আয়োজক দেশ মিয়ানমারের রাজধানী ইয়াংগুন থুয়ান্না স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের খেলায় প্রথমার্ধের শুরুটা ভালোই করে বাংলাদেশ। শক্তিশালী মিয়ানমারকে প্রথমার্ধের ৩০ মিনিট পর্যন্ত গোল বঞ্চিত রেখেছিল মেয়েরা। এরপর ১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে বিরতিতে যায় মিয়ানমার।

বিরতি থেকে ফিরে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও গোল করতে পারেনি লাল-সবুজের মেয়েরা। উল্টো ৬০ মিনিটের মাথায় আরও এক গোল হজম করতে হয় সাবিনা-কৃষ্ণাদের। এরপর খেলার শেষ ৫ মিনিটের মধ্যে আরও দুই গোল করে ৫-০ গোলের বড় জয় তুলে নেয় মিয়ানমারের মেয়েরা।

বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। আর নিজেদের শেষ ম্যাচে দুই দিন পর নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টের বাছাই পর্ব শেষ করবে মেয়েরা। একই স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড