• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইনজুরিতে হুমকির মুখে নাদালের ক্যারিয়ার!

  অধিকার ডেস্ক    ০৬ নভেম্বর ২০১৮, ২১:৩৩

রাফায়েল নাদাল
স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল; (ছবি : সংগৃহীত)

ইনজুরিতে পড়ে হুমকির মুখে স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালের ক্যারিয়ার। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া প্যারিস মাস্টার্স থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর এবার বছরের শেষ টুর্নামেন্ট লন্ডন এটিপি ট্যুর ফাইনাল থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন নাদাল।

গত সপ্তাহে পেশীর সমস্যার কারণে প্যারিস মাস্টার্সে অংশগ্রহণ না করায় নোভাক জোকোভিচের কাছে টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছিলেন তিনি। ইনজুরির কারণে এ বছর আর টেনিস কোর্টেই নামা হচ্ছে না ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদালের।

নতুন করে এবার ডান পায়ের গোঁড়ালির ইনজুরিতে পড়েছেন নাদাল। ইনজুরির মাত্রা এতটাই গুরুতর যে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে তার। গেল সেপ্টেম্বরে ইউএস ওপেনের সেমিফাইনালে ডান গোঁড়ালির ব্যথার কারণে হুয়ান মার্টিন দেল পোত্রোর বিপক্ষে ম্যাচের মাঝপথেই কোর্ট ছাড়তে বাধ্য হয়েছিলেন নাদাল।

এ বিষয়ে নাদাল বলেন, ভালো শুরুর পরও এ বছরটা আমার কাছে পুরো অস্বস্তিতে কেটেছে। অনেকদিন ধরেই ইনজুরির শঙ্কা বুঝতে পারছিলাম। আমার মনে হয় এখনি সে শঙ্কা থেকে বের হয়ে আগামী বছর পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামা উচিত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড