• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাঙ্ক্ষিত জয়ে হাঁফ ছেড়ে বাঁচল রিয়াল

  অধিকার ডেস্ক    ০৪ নভেম্বর ২০১৮, ০১:০০

গ্যারেথ বেল
ভ্যায়াদোলিদের গোল পোস্টে বেলের হেড; (ছবি : রিয়াল মাদ্রিদ টুইটার)

হাঁফ ছেড়ে বাঁচল যেন রিয়াল মাদ্রিদ! পাঁচ ম্যাচ পর অবশেষে স্প্যানিশ লা লিগায় কাঙ্ক্ষিত জয়ের দেখা পেল লস ব্লাঙ্কোসরা। ভাগ্যের সহায়তায় অন্তর্বর্তীকালীন কোচ সান্তিয়াগো সোলারির শুরুটা হলো বেশ!

হ্যাঁ! ভাগ্যই বটে! দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ রিয়াল ভ্যায়াদোলিদের দুটি প্রচেষ্টা রিয়ালের গোলবারে লেগে ফেরত অাসে। এরপর ৮২ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকা ম্যাচে দুবার বল জালে জড়ানোর উৎসব করেন গ্যারেথ বেল-করিম বেনজেমারা। প্রথমবার অাত্মঘাতী গোলে, পরেরবার পেনাল্টি থেকে সার্জিও রামোসের লক্ষ্যভেদে!

শনিবার রাতে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অতিথি ভ্যায়াদোলিদকে ২-০ গোলে হারাল রিয়াল। চলতি মৌসুমের লা লিগায় প্রায় দেড় মাস পর পূর্ণ তিন পয়েন্ট পেল তারা। তাদের সবশেষ জয়টি এসেছিল গেল ২৩ সেপ্টেম্বর এস্পানিয়লের বিপক্ষে। মাঝের পাঁচ ম্যাচের চারটিতে হারে রিয়াল, ড্র করে বাকি ম্যাচটি।

হুলেন লোপেতেগি বরখাস্ত হওয়ার পর কোচ হিসেবে সোলারির অভিষেকে গেল ম্যাচে কোপা দেল রে'তে নিচের স্তরের দল মেলিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল রিয়াল। এবার লা লিগার অভিষেকও জয় পেলেন এই অার্জেন্টাইন।

গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের দ্বিতীয়ার্ধে রিয়ালকে কাঁপিয়ে দিয়েছিল ভ্যায়াদোলিদ। অাট মিনিটের ব্যবধানে দুবার থিবো কোর্তোয়াকে পরাস্ত করলেও স্বাগতিকদের জালের ঠিকানা পায়নি দলটি। ৫৮তম মিনিটে ভ্যায়াদোলিদের রুবেন অালকারাজ ও ৬৬তম মিনিটে টনি ভিয়ার দূরপাল্লার শট দুর্ভাগ্যজনকভাবে ক্রসবারে লেগে প্রতিহত হয়।

এরপর ম্যাচের ৮৩তম মিনিটে গোল পেয়ে যায় রিয়াল। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস ডি-বক্সের ভেতরে ঢুকে ডান পায়ের শট নেন গোলমুখে। বল ভ্যায়াদোলিদ ডিফেন্ডার কিকোর হাতে লেগে জড়ায় জালে। দলটির গোলরক্ষক জর্দি ম্যাসিপ প্রাণান্ত চেষ্টা করেও রুখতে পারেননি।

পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। বেনজেমাকে ডি-বক্সে ফাউল করা হলে পেনাল্টি পায় তারা। পানেনকা ধরনে সফল স্পট-কিক নিয়ে দলের জয় নিশ্চিত করেন রিয়াল অধিনায়ক রামোস।

জয়ের ফলে লা লিগার পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে উঠল রিয়াল। ১১ ম্যাচে তাদের অর্জন ১৭ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে অষ্টম স্থানে ভ্যায়াদোলিদ।

রাতের অন্য ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদ ১-১ গোলে ড্র করেছে পয়েন্ট তালিকার ১৮ নম্বর দল লেগানেসের সঙ্গে। অান্তোইন গ্রিজম্যানের গোলে এগিয়ে যাওয়ার পরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। তবে ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লা লিগার দ্বিতীয় স্থান দখল করেছে দলটি।