• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে চাপে নিউজিল্যান্ড

  ক্রীড়া ডেস্ক

০৯ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৫
নিউজিল্যান্ড

প্রতিবেদন লেখা পর্যন্ত জয়ের জন্য নিউজিল্যান্ডের আর প্রয়োজন ৪৭ রান। ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে চাপে পড়েছে নিউজিল্যান্ড। ৬ উইকেট হারিয়ে ৯০ রানে ব্যাট করছে নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপস ১৭ ও মিচেল স্যান্টনার আছেন ৯ রানে। হাতে আছে ৪ উইকেট।

মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে নাকাল সফরাকারীরা। সর্বশেষ ড্যারেল মিচেলকে ফিরিয়ে তুলে নিয়েছে ষষ্ঠ উইকেট। মিরাজের বলে গ্লাভসে লেগে ক্যাচ উঠেছিল মিচেলের। আম্পায়ার শুরুতে সাড়া দেননি। পরে রিভিউ নিয়ে মিলেছে সাফল্য। মিচেল ১৯ রানে শান্তর হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।

পঞ্চম ওভারে ওপেনার ডেভন কনওয়েকে (২) লেগ বিফোরের ফাঁদে ফেলেন পেসার শরিফুল ইসলাম। এরপর দলীয় ২৪ রানে তাইজুলের ঘূর্ণিতে ফেরেন কেন উইলিয়ামসন। ২৪ বলে ১১ রান করেন তিনি। ৩৩ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড। মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন হেনরি নিকোলস। ১০ বল খেলে ৩ রান করেন তিনি।

৩৩ রানেই ৩ উইকেট হারানোর পর আগ্রাসী ব্যাটিং করছিলেন টম ল্যাথাম। দলীয় ৪৮ রানের মাথায় তাকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন মেহেদী হাসান মিরাজ। ৩ চারে ২৬ রান আসে ল্যাথামের ব্যাট থেকে। দলীয় ৫১ রানে পঞ্চম উইকেট হারায় নিউজিল্যান্ড। তাইজুলের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন টম ব্লান্ডেল(২)।

এর আগে চতুর্থ দিন ব্যাটিং বিপর্যয়ে প্রথম সেশনও শেষ করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ২ উইকেটে ৩৮ রান নিয়ে দিনের খেলা শুরু করা বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৪৪ রানে। ধ্বংসস্তুপে দাঁড়িয়ে ফিফটি পেয়েছেন কেবল জাকির হাসান। ৮৬ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৯ রান করেন জাকির। নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল নিয়েছেন ৬ উইকেট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড