• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

যেমন বাংলাদেশ, তেমন নিউজিল্যান্ড

  ক্রীড়া প্রতিবেদক

০৬ ডিসেম্বর ২০২৩, ১৬:০৫
ক্রিকেট

সফরকারী নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের ১ম ম্যাচে ভালোভাবেই পাশ করে স্বাগতিকরা। কিন্তু ২য় ম্যাচের প্রথম ইনিংসের শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে মুখ থুবড়ে পড়েছে শান্তরা। স্যান্টনার-প্যাটেলের ঘূর্ণিতে নাস্তানাবুদ বাংলাদেশ। ১৭২ রানেই ১০ উইকেট হারিয়েছে তারা। এদিকে ভালো শুরু হয়নি কিইউদেরও। মাত্র ৫৫ রানেই ৫ উইকেট নেই সফরকারীদের।

প্রথম সেশনে বাংলাদেশের ১৮ রান তুলতেই চলে গেছে ৪ উইকেট। দ্বিতীয় সেশনে ৪০ রান করতে গেছে আরও ৪ উইকেট। একদিন শেষ করার আগেই প্রথম ইনিংস শেষ করেছে ১৭২ রানে।

এর আগে আজ বুধবার শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই টেস্ট জিতলে বা ড্র করতে পারলে প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে সিরিজ নিশ্চিত হতো বাংলাদেশের। অথচ এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিংয়ের হতশ্রী রূপ দেখাল বাংলাদেশের ব্যাটাররা।

এরপর ইনিংস বিরতি শেষে মাঠে নামে নিউজিল্যান্ড। এবার তাইজুল মিরাজে ধ্বস নেমেছে তাদের টপ অর্ডারে। ৫৫ রানেই আউট হয়ে গেছে ৫ জন। দুই ওপেনার ডেভন কনওয়ে (১১) ও টম লাথাম (৪) শুরুতে ফিরে যান। এরপর হেনরি নিকোলস (৪), কেন উইলিয়ামসন (১৩) ও টম ব্লান্ডেল (০) একে একে সাজঘরে হাঁটা দেন। নিউজিল্যান্ড দিন শেষ করার সময় ক্রিজে ছিলেন মিচেল (১২) ও ফিলিপস (৫)। তারা কতদূর ইনিংস টানতে পারে, সেটাই এখন জিজ্ঞাসা।

দুই দলেরই এমন পার্ফরমেন্সে হতাশ ক্রিকেটপ্রেমীরা। তবে কি দোষ পিচের?

টেস্টে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে নিউজিল্যান্ডের জয় ১৩ ম্যাচে আর বাংলাদেশের দুই ম্যাচে। বাকি ৩ ম্যাচে কোনো ফল আসেনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড